এই শহরে তাঁরার ভিড়ে
স্বপ্ন ভাঙে রোজ ।
আশায় আশায় দিন কেটে যায়
কেউ কি রাখে খোঁজ ?
স্বপ্ন ভাঙার শব্দ হয় না
তবুও তা ভাঙে
তাই স্বপ্নের নাম দিয়েছি
প্রিয়জনের নামে ।
কারো স্বপ্ন ঘুম কেড়ে নেয়
গভীর অনুরাগে
আমার স্বপ্ন অন্তরীক্ষে
বেদনার সুরে বাজে ।
এই শহরের সবার চোখে
স্বপ্ন উপচে পড়ে
তারই উপড় ভর দিয়ে
তারা দিন গুজরান করে...
এই শহরের কবরগুলোয়
শয্যায় যারা আছে ;
না জানি কত স্বপ্ন ছিল
হয়ত তাদের কাছে ।
আমার শুধু একটি স্বপ্ন
একটিই শুধু চাওয়া
দু'বেলা পেট পুরে খেয়ে
গভীর নিদ্রায় যাওয়া...
Writer: Junaed Hussain Bipul