কতটুকু ভালোবাস সেটাই বুঝিনা ।
এই কর শাসন আবার এই কর হেলা,
এই দাও প্রেম আবার এই দাও জ্বালা ।
ছেড়ে দিলে ছেড়ে দাও আমায় একেবারে,
কাছে টেনে দূরে যাও কেন বারেবারে ?
এই কি প্রেম আর এই তার নমুনা ?
কি জানি কি ভালোবাস তাই তো বুঝিনা ।
মাফ কর দূর কর এই মায়াজাল,
হয় কর খাঁটি প্রেম নয় ছাড় হাল ।
Writer: Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.