রুপার খোঁপায় ফুল দিয়েছি, ভুল করিনি কিছু ;
সেই কথাটিই বলতে চাইছি,তাই নিয়েছি পিছু।
রুপা রুপা একটু দাঁড়াও শোনো আমার কথা,
না শুনেই যদি চলে যাও, মনে পাবো ব্যাথা ।
আমি কিন্তু অনেক্ষণই চলছি তোমার পিছে।
ডাকের সাড়াও দিলে না যে তুমি মিছে মিছে।
রুপা রুপা তুমি কি রাগ করলে নাকি ?
রাগের কারণ ফুল না আমি, নাকি শুধুই মেকি ?
এই যে রুপা তোমার খোঁপা থাকবে কেন খালি ?
চুলের খোঁপায় বেঁধে দেব জুঁই, চামেলি, বেলি।
ফুলের সাথে যদি থাকে তোমার কোনো আড়ি,
তোমার পায়েই পড়িয়ে দেব কলমি ফুলের বেড়ি।
রক্ত জবার পাপড়ি দিয়ে রাঙাবো দুই গালে ,
সুগন্ধিতে ছড়িয়ে দেব লিলির ফুলে ফুলে ।
এরপরেও যদি তুমি ফুল না ভালোবাসো,
ফুলের মতই মিষ্টি করে একটুখানি হাসো ।
Writer: Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.