সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

কবিতাঃ একতরফা প্রেম


 আমি তোমাকে কতটা ভালবাসি তা তোমার কল্পনার বাহিরে
কেবল অল্প সংখ্যক লোকই এমন প্রেমে পড়ে ।
আমি স্বপ্নে শুধু তোমাকেই দেখি
একতরফা এই প্রেমে আমার হৃদয় মাখামাখি ।
তোমাকে আমি পাই হারাবার ভয় কত
তোমাতে মিশে ঘুচাতে চাই হৃদয়ের যত ক্ষত ।
 বিশুদ্ধ হাওয়া যেমন মিশে যায় বিশুদ্ধ হাওয়ায়
আমার আত্মা মিশাতে চাই তোমার আত্মায় ।
আর তোমাকে যা কিছু স্পর্শ করে 
তা আমাকেও যেন ছুঁয়ে যায়,
আমার সবকিছুতে শুধু তোমাকেই দেখা যায়
সবকিছুর পরেও তোমার-আমার মাঝে শুধু প্রেমই রয়ে যায় ।


 Writer: Junaed Hussain Bipul

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your comment.