সোমবার, ২২ নভেম্বর, ২০২১

কবিতাঃ জ্যোতির্ময়


 
তোমার সকল ছড়িয়ে থাকুক 
আমার সকল মুগ্ধতায়
 দু'টি হৃদয় বদল হোক
 অপরিসীম শুদ্ধতায়
 আমার দেহে উছলে পড়ুক 
তোমার যত জ্যোতি 
তৃপ্ত করো আমায় তুমি 
 গেয়ে প্রেমের গীতি
আমাদের এই প্রেমের মানে
জানিয়ে দিও গানে গানে
অন্তর-আত্মা এক হয়ে যাক
সেই সুরেরই টানে ।

 

                                                Writer: Junaed Hussain Bipul