বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

কবিতাঃ একতরফা প্রেমিক


 -------------------------------------------------------------------

সায়মা, তোমার পথের কোণে দাঁড়িয়ে এক প্রেমিক

একটু দাঁড়াও; আমার দিকে, তাকাও একটু খানিক ।

তোমার জন্য রৌদ্র-ঝড়ে অপেক্ষা করেছি কত

 এমন প্রেমিক কোথায় পাবে তুমি আমার মত ।

একতরফা এই ভালোবাসায় পুড়ি নিত্যদিন

হৃদয় দিয়ে বাসলে ভালো শোধ হবেনা ঋণ ।

 ক্ষনিক ভাবি আমার সবি গেছে তোমার তরে

কি আর আছে আমার কাছে  তোমার আগে পরে?

আমার প্রেমে না পড়ার কারন বল সখি

প্রেম না পাওয়ার এ আক্ষেপটুকু আমিও মিলিয়ে দেখি ।

ভালোবাসো না, নাকি বাসতে পারো না সত্যি করে বল ?

শুনতে আমার হৃদয়খানি করছে টলমল ।

ভালোবাসার দ্বিধা দ্বন্ধ একবার পাশে রেখে

ভালোবাসা মাধুর্য কি তুমিও নাও দেখে ।

আমার মন তো তোমাকেই চায় রুখতে পারিনা তাকে

তোমার মনে তো আমায় ধরে না কি করার আছে বল তাতে ?

কি দেখে তোমার প্রেমে পড়লাম এখনো বুঝিনি তা

আমার প্রাণে সায় দিয়েছে তোমারই কবিতা

আমার মনের যত কথা আছে তাই কবিতায় ঝরে পরে 

তবু কেন যেন শেষ লাইনে তোমাকেই মনে পড়ে।

এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে, চেষ্টা করেছি কত

চোখ বন্ধ করলেও , কাকে যেন দেখি তোমারই মত

সত্যিকারের প্রেমিক সে তো একজনই যে হয়

তোমার কাছেই হলো আমার মনের পরাজয় ।

তোমার কাছে আমার প্রেম তুচ্ছ মুল্যহীন

আমার যত ভালোবাসা তোমার কাছে ক্ষীণ ।

যাও প্রিয় তবে তার কাছে যাও যাকে তুমি ভালোবাসো

তার হৃদয়ে কি বসত তোমার জিজ্ঞেস করে আসো ।

একতরফা এই প্রেমে আমি ভিখারি হয়েছি সদা

একদুয়ারেই ভিক্ষে নেব শপথ করছি খোদা


                                                      Writer: Junaed Hussain Bipul