প্রিয় পাঠক , অদিতি বাস্তবের কোন ক্যারেক্টার নয় । অদিতি শব্দের অর্থ “পৃথিবী”। এর অন্য অর্থ “অনুকরণীয়” বা “অনন্য” । অদিতি (সংস্কৃত: अदिति = "অসীম" বা "সীমাহীন") । সে আমার কল্পনাসৃষ্ট একজন রমনী । আমি তাকে তৈরি করেছি আমার জন্য ।আমার সব গল্প ,গান, কবিতায় তাকে পাবেন । তাকে দেখা যায় না, কেবল কল্পনায় অনুভব করা যায় ।
Writer: Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.