শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

কাব্যনাট্যঃ বঞ্চিত প্রেম


মেয়েঃ  কি নাম তোমার ছেলে ?

            হেঁয়ালি রেখে আসল কথা দাও তো এবার বলে ?

ছেলেঃ  ভালবাসি বড্ড বেশি

            নির্জলা এই প্রেমে ;

            আমার সকল প্রহরগুলো

            তোমায় গেছে থেমে ।

 মেয়েঃ  কিন্তু প্রেমে ভীষণ ভয় ;

             প্রেমে থাকলে প্রেমের কিছু নিয়ম মানতে হয় ।

ছেলেঃ  তুমি আর আমি আর কিছু সময়,

             প্রেমময় কথা আর মৃদু মৃদু ভয় ।

             তুমি যদি হও সদয় ;

             অল্প প্রেমেই ভরে যাবে আমার ছোট্ট হৃদয় ।

 মেয়েঃ  হৃদয় দান, এ-যে মৃত্যুর কাছাকাছি ;

             হৃদয়টুকু দিয়ে দিলে কি নিয়ে বল বাঁচি ?

ছেলেঃ  যদি ভালোবাস একবার -

            ধৈর্য ধরে সইতে পারি প্রেমের অত্যাচার ।

 মেয়েঃ  কি চাও তুমি তবে ?

             আমি তোমার হলেই- প্রেম কি তোমার হবে ?

ছেলেঃ  যদি আমায় প্রশ্ন কর কাকে নেব বেছে ?

            প্রেমিকা নয় আমি শুধুই প্রেমকে নেব বেছে ।

মেয়েঃ   এসব কথা খুবই হাস্যকর

             প্রেম মায়াজাল কেটে গেলেই হয়ে যাব পর । 

ছেলেঃ  আমার মনের হাল তো তুমি জান

            তবু কেন এসব কথায় হৃদয় ধরে টান ।

            তোমার হাসি মাখা মুখচ্ছবি হবে না’ক ম্লান

            রেখে দেব চিরদিন যদি থাকে প্রাণ  ।

 মেয়েঃ  আর কি বলার আছে ?

             চলে গেলে ডেকো না আর পাছে ?

 ছেলেঃ  আমার অনেক দুঃখ আছে

              বলবো তোমায় সব ,

              দোহাই প্রিয়  একটু বসো

              শুনে যাও সেই সব  ।

              আমার যত সুখ দুঃখ

              বলবো সেসব কথা

              তোমার পায়েই লুটাতে চাই 

              আমার স্বাধীনতা ।

মেয়েঃ  কারো দুঃখের চাই না হতে আমি ভাগিদার 

             যার দুঃখ তারই থাকুক সেসব অলংকার  ।

ছেলেঃ   আমার অনেক কথা আছে

              বলব তোমায় সবি 

              সেসব কথা গুছাতে গিয়ে

              হয়েছি তাই কবি ।

              তোমার একটু সময় হবে 

              সেসব কথা শোনার,

               নাই বা দিলে সান্ত্বনা তাও 

               সুখ যে হবে আমার ।

মেয়েঃ    কারো কথা কোনভাবেই যাবে না'ক শোনা

               কথা থেকেই শুরু হবে প্রেমের বীজ বোনা

               কখন যে মন গলে যাবে বোঝাই যাবে না ।

                তাই নিজের কথা নিজের মধ্যেই রাখো

                আমায় ছেড়ে নিজের রাস্তা মাপো

                এসব ভুলে নিজেকে ব্যাস্ত রাখো  ।

ছেলেঃ    অনেক কথা আছে জমা

               বলতে চাই সবকিছু,

               সেসব কথা শোনাবো সব 

               তাই নিয়েছি পিছু ।

               সেখান থেকে বেছে বেছে

               প্রেমগুলো সব নিয়ে,

               তোমায় বরণ করব আমি

               প্রেম মাল্য দিয়ে ।

               তোমার কিছু সময় হবে 

               সেসব কথা শোনার ?

               দুঃখ সুখের সাথী হবে

               বাকী জীবন আমার ?

               তোমার আমার কবর দু'টি 

               পাশাপাশিই হবে ।

               এই আশাতেই দাঁড়িয়েছি

               তুমি সাড়া দেবে ।

মেয়েঃ  শোনো তবে ছেলে ,

            সকল আবেগ মিথ্যে হবে আমায় তুমি পেলে ।

            তোমার প্রণয় মিথ্যে যে নয়

            সেকথা আমি বুঝি ;

            কিন্তু তোমার মাঝে আমি অন্য কাউকে খুঁজি ।

            আমি যাকে খুঁজে বেড়াই

            সে তো তুমি নও ;

            মাফ কর পিছু ছাড়

            নিজের পথ লও  ।

ছেলেঃ  আর কি হবে শোন তবে

            আর নেব না পিছু ,

            লাভ কি বলে যদি তুমি নাই বা শুনলে কিছু ।

            হৃদয় থেকে মিথ্যে আবেগ দিলাম জলাঞ্জলি,

            মোদের প্রেমের ফুল না ফুটুক আর না ঝরুক কলি ।


            আমার সূক্ষ্ম প্রেমের দুঃখগুলো আমার কাছেই থাক

            তোমার নায়ক প্রেমের সায়ক তোমায় খুঁজে যাক ।


Writer: Junaed Hussain Bipul


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your comment.