আমি সুদীর্ঘ পথ হেঁটে তোমার অপেক্ষায় বসে ছিলাম তুমি আসো নি ।
আমি দীর্ঘক্ষণ তোমায় খুঁজেছিলাম পাইনি ।
আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার অপেক্ষা করে যাব
আর তোমাকে খুঁজে যাব ।
এ অপেক্ষা এ প্রতীক্ষা শেষ হবার নয় ...
কারণ আমার ভালোবাসা আমার প্রতীক্ষার চেয়ে বড় ।
শুধু এই জীবন নয় ;
আরো অনেক জীবন তোমার অপেক্ষায় কাটিয়ে দিতে পারব
যেন নিরন্তর এক কালচক্রে বাঁধা পরেছে আমার হৃদয় ।
লেখকঃ Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.