বাতাসের বিপরীতে দাঁড়িয়ে তোমাকে রক্ষা করতেও আসিনি
অজস্র কথামালা সাজিয়ে আনিনি তোমার জন্য ।
আজ শঙ্কাকে দূর করতে এসেছি
সত্যকে উদঘাটন করতে এসেছি
বুকের পাথর নামাতে এসেছি ;
হৃদয়ে যে অবিশ্বাসের ঝড় উঠেছে তা থামাতে এসেছি ।
তাই সত্যি করে বল "আসলে তুমি কার ? "
Writer: Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.