অদিতি চলে যাচ্ছে , পেছন থেকে আমি দেখছি ।মনে হচ্ছে অদিতি নয় বরং আমার ভালোবাসা চলে যাচ্ছে । আমি ধীরে ধীরে দাঁড়িয়ে উল্টো দিকে হাঁটছি । মনে হচ্ছে অদিতিকে নয় আমি আমার ভালোবাসাকে বিদায় দিয়েছি । অদিতি, আমি যেভাবে তোমাকে ফিল করছি তুমিও কি আমাকে সেভাবে ফিল করছ ? তাহলে পেছন ফিরে তাকাচ্ছ না কেন ? আরে আমার চোখের আবার কি হল ? হঠাৎ চোখ থেকে পানি পড়ছে কেন আমার ? নাকি জ্বলন্ত হৃদয়ের আগুন নেভানোর চেষ্টা করছে চোখ । কিন্তু এই দু'ফোঁটা চোখের জলে এই বিশাল আগুন নেভানো সম্ভব না, চোখ কি সেটা জানে ? মেয়েটা এতটাই ভালো যে যাবার বেলায় কোন দোষ পর্যন্ত বলে যায় নি যাতে আমি কষ্ট না পাই অথবা নিজেকে কষ্ট না দেই । নাকি "আমি আর অভিনয় করতে পারব না তাই তুমিও করো না" এই কথার সবটুকু সে মেনে নিয়েছে ।আমি হাঁটতে পারছি না ।খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে তাঁর ফিরিয়ে দেয়া ভালোবাসা আমি বহন করতে পারছি না । রাগে শরীর জ্বলছে । কিন্তু রাগটা কার প্রতি বুঝতে পারছি না ।দু'চোখে হাজার বছরের ঘুম তাড়া দিচ্ছে । হৃদপিন্ড মনে হচ্ছে হাতুড়ি হয়ে বুকে আঘাত করছে ।
Writer: Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.