বুধবার, ১ মে, ২০২৪

প্রিয় অনামিকা

অনামিকা, একা একা কোথা যাও তুমি,

আজকে তো ক্লাস নেই যতটুকু জানি,

আজ  এত সেজেছো কোন সে কারনে ?

শুনেছি তো এসেছে কেউ তোমারি মনে । 

তুমি শুধু বলে যাও হাতে কেন ফোন, 

চোখের নিচে কালি আর আধো আধো ঘুম। 

সারাদিন ফেসবুক একটিভ থাকো,

কি জবাব দেবে তার তাই বুঝি নাতো। 

স্কুল পালাও নিয়মিত সেকথাও শুনি,

যার সাথে দেখা কর সে নাকি খুনি। 

বিড়ি আর সিগারেট তার নাকি পথ্য, 

মাঝে মাঝে গাঁজা খায় একথাও সত্য। 

আরো কিসব নেশা করে লোকে সেসব বলে,

তোমারে সে পেয়ে গেল কোন জাদুবলে। 

তুমি এত ভালো মেয়ে, এতদিন জানতাম। 

এত বড় অঘটন না যদি শুনতাম। 

পারিবারিক সম্মান যদি থাকে মনে। 

আর কখনো দেখা তুমি করোনা তার সনে। 

ফোনের বাহিরেও এক সুন্দর জীবন আছে,

অচিরেই চলে যাবে সেই জীবনের কাছে। 

আমার কথা যদি ভালো না লাগে, 

যেথা খুশি সেথা যাও তুমি সবার আগে।


Writer: Junaed Hussain Bipul

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your comment.