হতে পারো সেঁজুতি তুমি মেঘের মতই কালো,
তাতে কি? তবুও তোমায় লাগে ভীষণ ভালো।
মেঘলা দিনে, হিমেল হাওয়ায় শুধুই মনে আসে,
খোলা চুলে তুমি বুঝি বসলে আমার পাশে।
সেই আবেশে বসে বসে ভাবি তোমার কথা,
এত আবেগ তোমার প্রতি জানো তুমি কি তা ?
ক্ষণেক্ষণে তোমার কথা শুধুই মনে পড়ে,
তোমার প্রতি এত যে টান কেবলই তা বাড়ে।
তোমার জন্য এই যে আমার প্রেমের শিহরণ,
যদি বলি থাকবে সেটা পুরো আমরণ।
সেই সুখেরই আবেশ আশায় দিন তো কেটেই যায়।
রাত কাটে না, রাত কাটে না; কি করি উপায়?
এসো এসো পাশে বসো আমার কথা শোনো,
মান অভিমান ভূলে তুমি আমায় কাছে টানো।
কিইবা হবে আমায় যদি ভালো একটু ভালো,
তোমার ভালোবাসায় হৃদয় আমার হবে টলোমলো ।
বলো বলো সেঁজুতি তুমি আমার কবে হবে ?
একটাই ইচ্ছা আমাদের কবর একই সাথে রবে ।
Writer: Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.