আমি তো চাই
আমার সব কিছু কেড়ে নেওয়া হোক
আমি নিঃসঙ্গ থাকতে চাই তবে একা নয়
সবাই কল লিস্ট থেকে আমার নাম্বারটা ডিলিট করে দিক
সবাই কল লিস্ট থেকে আমার নাম্বারটা ডিলিট করে দিক
কি দরকার শুধুশুধু, মনে না রেখে ফোনে রাখার
এই সব ফরমালিটি আমি আর চাই
না কেউ করুক
আমি তো চাই সবাই আমাকে মন থেকে ঘৃণা করুক
সবাই দূরে চলে যাক আমার কাছ থেকে
আমি তো চাই কেউ কোন কিছুর আশার না করুক আমার কাছ থেকে
কারন দেবার মানসিকতা
আমি ছেড়ে দিয়েছি
আমি তো চাই সবাই যে যেভাবে পারে আমার হৃদয় ভেঙ্গে দিক
মনের খায়েস মিটিয়ে সবাই আমাকে
অপমান,
লাঞ্ছনা , প্রতারণা
করুক
কারন আমি এসবের যোগ্য
আমি হৃদয়হীন আস্ত এক পাষন্ড বলে আজ সমাজে স্বীকৃত হয়েছি
কিন্তু তোমরা আমাকে এখনো কোন শাস্তি দাও নি
তাই তার শাস্তি আমি তোমাদের দিব
আমি তো চাই
সবাই আমাকে কাঁদাক
আমাকে সাহায্য না করুক
কিন্তু সবকিছু হারিয়ে আমি একা হলেও এই পৃথিবীতে বেঁচে থাকতে
চাই
প্রয়োজনে নাম বদল করে হলেও
কারন আমি এক আজন্ম স্বার্থপর …
Writer: Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.