অদিতি,
বাগানের মাঝখানে বসে ব্যাথাতুর হৃদয় নিয়ে তোমাকে শেষ চিঠি লিখছি । অদিতি আজকে আমি আমার নীরব প্রেমের নীরব সমাপ্তি ঘটাতে যাচ্ছি । আমার গোপন প্রেমের একমাত্র রাজসাক্ষী তুমি ।
আমি তোমাকে ভালোবেসেছি ক্রমাগত । সব তারকা যেমন দিনের আলোয় লুকিয়ে থাকে ঠিক তেমনি নীরবে ও গোপনে আমি তোমাকে ভালোবেসেছি । শুনেছি ভালোবাসার জন্য কাউকে বাধ্য করা যায় যদি নিরবিচ্ছিন্নভাবে ভালোবাসা যায় । সত্যিই অনেক ভালোবেসে ভালোবাসাকে হাসিল করা যায় ; মনের কথা মন পর্যন্ত পৌঁছে যায় । কিন্তু আমার ভালোবাসা তোমায় ছুঁতে পারেনি , এ আমার ব্যর্থতা । এ ব্যর্থতার দায় তোমার নয় আমার । কারন ভালোবাসার মানুষকে দোষী করতে নেই ।
অদিতি শুনেছি সত্যি ভালোবাসা কখনো জিততে পারে না বরং হারে আর যদি না হারে তবে সেটা ভালোবাসাই নয় ।
আজ জীবনের শেষ চিঠি লিখলাম তোমার কাছে । কষ্ট আমার একটাই আমি শুধু একাই আমার ভালোবাসার ভার বয়ে গেলাম ।
অদিতি বিশ্বাস কর তোমার কাছে কোন কিছু চাওয়ার নেই আমার । তোমার রুপ বা বয়স নয় আমি তোমার আত্মার প্রেমে পড়েছিলাম ।
অদিতি আত্মছাড়া প্রেমের মূল্য কেউ কখনও পায় নি । তাই আমিও পেলাম না । জগতে চিরকালই এই একপেশে প্রেমগুলো বঞ্চিত হয় । আজ তোমার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই ।
আমি অযোগ্যদের রাজা আর তুমি তুলনাহীন । আমাকে ভালোবাসার তোমার কাছে কোন যুক্তি নেই ।
অদিতি তুমি সত্যিই খুব ভালো মেয়ে । তোমাকে আজীবন হৃদয় দিয়ে ভালোবাসা যায় । তোমার জন্য এক জীবন অপেক্ষা করে কাটানো যায় ।
অদিতি তোমার কাছ থেকে একটি চিঠিরও উত্তর পেলাম না । হৃদয়টা ভেঙে গেছে আমার । আর ভাঙা নিয়ে কি ভালোবাসা যায় । শুধু পাওয়ার নাম যদি ভালোবাসা দেই তবে না পাওয়ার নাম কি দেব ? ব্যর্থতা , না প্রেম কখনো ব্যর্থ হয় না । আমি বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসায় চাওয়ার কিছু থাকে না ।
অদিতি তুমি আমার অদেখা ভবিষ্যৎ ।তোমার সাথে অভিমান করে কথা না বলে থাকা যায় কিন্তু তোমাকে ভোলা যায় না । তাই কোন প্রতিদান ছাড়াই তোমাকে ভালোবেসে যাব । মৃত্যু পর্যন্ত । হয়ত বা তার পরেও । আমার ভালোবাসার শুরু ছিল কিন্তু কোন শেষ নেই আর হবেও না কখনো ।
অদিতি শুনেছি কষ্ট ভাগ করে নিলে নাকি কমে যায় । আর তাই আমি আমার কষ্টগুলোকে ছড়িয়ে দিতে চাই এই প্রকৃতির মাঝে । আমি চাই প্রকৃতিতে বৃষ্টি আসুক আর আমাকে ভিজিয়ে দিক । আমার কষ্টগুলোকে ধুয়ে নিয়ে যাক । আর সেই বৃষ্টির শব্দে যেন থাকে আমার মনের বোবা কান্নার করুন সুর ।
ইতি
স্বপ্নভাঙা রাজকুমার
Writer: Junaed Hussain Bipul
বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
শেষ চিঠিঃ (২২)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.