শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

কাব্যনাট্যঃ বঞ্চিত প্রেম


মেয়েঃ  কি নাম তোমার ছেলে ?

            হেঁয়ালি রেখে আসল কথা দাও তো এবার বলে ?

ছেলেঃ  ভালবাসি বড্ড বেশি

            নির্জলা এই প্রেমে ;

            আমার সকল প্রহরগুলো

            তোমায় গেছে থেমে ।

 মেয়েঃ  কিন্তু প্রেমে ভীষণ ভয় ;

             প্রেমে থাকলে প্রেমের কিছু নিয়ম মানতে হয় ।

ছেলেঃ  তুমি আর আমি আর কিছু সময়,

             প্রেমময় কথা আর মৃদু মৃদু ভয় ।

             তুমি যদি হও সদয় ;

             অল্প প্রেমেই ভরে যাবে আমার ছোট্ট হৃদয় ।

 মেয়েঃ  হৃদয় দান, এ-যে মৃত্যুর কাছাকাছি ;

             হৃদয়টুকু দিয়ে দিলে কি নিয়ে বল বাঁচি ?

ছেলেঃ  যদি ভালোবাস একবার -

            ধৈর্য ধরে সইতে পারি প্রেমের অত্যাচার ।

 মেয়েঃ  কি চাও তুমি তবে ?

             আমি তোমার হলেই- প্রেম কি তোমার হবে ?

ছেলেঃ  যদি আমায় প্রশ্ন কর কাকে নেব বেছে ?

            প্রেমিকা নয় আমি শুধুই প্রেমকে নেব বেছে ।

মেয়েঃ   এসব কথা খুবই হাস্যকর

             প্রেম মায়াজাল কেটে গেলেই হয়ে যাব পর । 

ছেলেঃ  আমার মনের হাল তো তুমি জান

            তবু কেন এসব কথায় হৃদয় ধরে টান ।

            তোমার হাসি মাখা মুখচ্ছবি হবে না’ক ম্লান

            রেখে দেব চিরদিন যদি থাকে প্রাণ  ।

 মেয়েঃ  আর কি বলার আছে ?

             চলে গেলে ডেকো না আর পাছে ?

 ছেলেঃ  আমার অনেক দুঃখ আছে

              বলবো তোমায় সব ,

              দোহাই প্রিয়  একটু বসো

              শুনে যাও সেই সব  ।

              আমার যত সুখ দুঃখ

              বলবো সেসব কথা

              তোমার পায়েই লুটাতে চাই 

              আমার স্বাধীনতা ।

মেয়েঃ  কারো দুঃখের চাই না হতে আমি ভাগিদার 

             যার দুঃখ তারই থাকুক সেসব অলংকার  ।

ছেলেঃ   আমার অনেক কথা আছে

              বলব তোমায় সবি 

              সেসব কথা গুছাতে গিয়ে

              হয়েছি তাই কবি ।

              তোমার একটু সময় হবে 

              সেসব কথা শোনার,

               নাই বা দিলে সান্ত্বনা তাও 

               সুখ যে হবে আমার ।

মেয়েঃ    কারো কথা কোনভাবেই যাবে না'ক শোনা

               কথা থেকেই শুরু হবে প্রেমের বীজ বোনা

               কখন যে মন গলে যাবে বোঝাই যাবে না ।

                তাই নিজের কথা নিজের মধ্যেই রাখো

                আমায় ছেড়ে নিজের রাস্তা মাপো

                এসব ভুলে নিজেকে ব্যাস্ত রাখো  ।

ছেলেঃ    অনেক কথা আছে জমা

               বলতে চাই সবকিছু,

               সেসব কথা শোনাবো সব 

               তাই নিয়েছি পিছু ।

               সেখান থেকে বেছে বেছে

               প্রেমগুলো সব নিয়ে,

               তোমায় বরণ করব আমি

               প্রেম মাল্য দিয়ে ।

               তোমার কিছু সময় হবে 

               সেসব কথা শোনার ?

               দুঃখ সুখের সাথী হবে

               বাকী জীবন আমার ?

               তোমার আমার কবর দু'টি 

               পাশাপাশিই হবে ।

               এই আশাতেই দাঁড়িয়েছি

               তুমি সাড়া দেবে ।

মেয়েঃ  শোনো তবে ছেলে ,

            সকল আবেগ মিথ্যে হবে আমায় তুমি পেলে ।

            তোমার প্রণয় মিথ্যে যে নয়

            সেকথা আমি বুঝি ;

            কিন্তু তোমার মাঝে আমি অন্য কাউকে খুঁজি ।

            আমি যাকে খুঁজে বেড়াই

            সে তো তুমি নও ;

            মাফ কর পিছু ছাড়

            নিজের পথ লও  ।

ছেলেঃ  আর কি হবে শোন তবে

            আর নেব না পিছু ,

            লাভ কি বলে যদি তুমি নাই বা শুনলে কিছু ।

            হৃদয় থেকে মিথ্যে আবেগ দিলাম জলাঞ্জলি,

            মোদের প্রেমের ফুল না ফুটুক আর না ঝরুক কলি ।


            আমার সূক্ষ্ম প্রেমের দুঃখগুলো আমার কাছেই থাক

            তোমার নায়ক প্রেমের সায়ক তোমায় খুঁজে যাক ।


Writer: Junaed Hussain Bipul


বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

কবিতাঃ ছন্দহীন প্রেম


যতটুকু ভালোবাস ততটুকু ঘৃণা,
কতটুকু ভালোবাস সেটাই বুঝিনা ।
এই কর শাসন আবার এই কর হেলা,
এই দাও প্রেম আবার এই দাও জ্বালা ।
ছেড়ে দিলে ছেড়ে দাও আমায় একেবারে,
কাছে টেনে দূরে যাও কেন বারেবারে ?
এই কি প্রেম আর এই তার নমুনা ?
কি জানি কি ভালোবাস তাই তো বুঝিনা ।
মাফ কর দূর কর এই মায়াজাল,
হয় কর খাঁটি প্রেম নয় ছাড় হাল ।


Writer: Junaed Hussain Bipul

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

কবিতাঃ স্বপ্নার্ত

 


এই শহরে তাঁরার ভিড়ে 

স্বপ্ন ভাঙে রোজ । 

আশায় আশায় দিন কেটে যায় 

কেউ কি রাখে খোঁজ ?

স্বপ্ন ভাঙার শব্দ হয় না 

তবুও তা ভাঙে

তাই স্বপ্নের নাম দিয়েছি 

প্রিয়জনের নামে  ।

কারো স্বপ্ন ঘুম কেড়ে নেয়

গভীর অনুরাগে

আমার স্বপ্ন অন্তরীক্ষে 

বেদনার সুরে বাজে  । 

এই শহরের সবার চোখে

স্বপ্ন উপচে পড়ে

তারই উপড় ভর দিয়ে 

তারা দিন গুজরান করে... 

এই শহরের কবরগুলোয়

 শয্যায় যারা আছে ; 

 না জানি কত স্বপ্ন ছিল

 হয়ত তাদের কাছে  ।

আমার শুধু একটি স্বপ্ন 

একটিই শুধু চাওয়া 

দু'বেলা পেট পুরে খেয়ে 

গভীর নিদ্রায় যাওয়া...


Writer: Junaed Hussain Bipul


রবিবার, ১২ জুলাই, ২০২০

অদিতি




প্রিয় পাঠক , অদিতি বাস্তবের কোন ক্যারেক্টার নয় । অদিতি শব্দের অর্থ “পৃথিবী”। এর অন্য অর্থ “অনুকরণীয়” বা “অনন্য” । অদিতি (সংস্কৃত: अदिति = "অসীম" বা "সীমাহীন") । সে আমার কল্পনাসৃষ্ট একজন রমনী । আমি তাকে তৈরি করেছি আমার জন্য ।আমার সব গল্প ,গান, কবিতায় তাকে পাবেন । তাকে দেখা যায় না, কেবল কল্পনায় অনুভব করা যায় ।




Writer: Junaed Hussain Bipul

কবিতাঃ ক্রমাগত অপেক্ষমান...



আমি তোমাকে ভালোবেসেছি ক্রমাগত...
একটি ক্রমাগত জ্যোতির মত...
একটি ক্রমাগত অভিজ্ঞতার মত...
অথবা একটি তরুর মত...
একটি বহমান নদীর মত...
নয়ত সীমাহীন আকাশের মত...
আমি তোমার অপেক্ষায় রয়েছি ক্রমাগত...
একটি অনাগত শিশুর মত...
একজন তৃষ্ণার্ত পথিকের মত...
অথবা একটি অনাগত স্বপ্নের মত...
একটি অনাগত সূর্যোদয়ের মত...
নয়ত অনাগত সুসময়ের মত...
হে প্রিয়তমা অদিতি,
তুমি কি কভু আসবে ?
আর আমাকেই কি ভালোবাসবে ?



Writer: Junaed Hussain Bipul

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

আমাতে রয়েছ তুমি

বিয়ের ৪০ বছর পর জাকারিয়া আর আমি ।

জানিস বন্ধু, আমি অসাধারণ এক মহিলাকে বিয়ে করেছিলাম । তাকে নিয়ে অসাধারণ জীবন পার করেছি ।সে আমার জীবন সম্পূর্ণ করেছে। তাকে দেখলে আমি আত্মবিশ্বাস পেতাম ।অন্য কাউকে বিয়ে করলে আমি হয়তো আমার জীবন অতিবাহিত করতে পারতাম । কিন্তু তাকে বিয়ে করে আমি জীবন উপভোগ করেছি। আর সবাই মরার আগে এটা বলতে পারে না ।

(Best friend forever)


Writer: Junaed Hussain Bipul

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

কবিতাঃ একটাই প্রশ্ন


প্রেমিকা, আজ তোমার খোঁপায় গোলাপ ফুল পরিয়ে দিতে আসিনি,
বাতাসের বিপরীতে দাঁড়িয়ে তোমাকে রক্ষা করতেও আসিনি
অজস্র কথামালা সাজিয়ে আনিনি তোমার জন্য  ।
আজ শঙ্কাকে দূর করতে এসেছি
সত্যকে উদঘাটন করতে এসেছি
বুকের পাথর নামাতে এসেছি ;
হৃদয়ে যে অবিশ্বাসের ঝড় উঠেছে তা থামাতে এসেছি ।
তাই সত্যি করে বল "আসলে তুমি কার ? "


Writer: Junaed Hussain Bipul