প্রেমে হলো প্রেমময় আমাদের প্রাণ
ক্ষণেক্ষণে বাড়ে শুধু হৃদয়ের টান ।
দিন শেষে বৌ বেশে তোমায় আমি দেখি
হৃদয়ের এই সুখব্যাথা টের পাও নাকি
খালি পড়ে থাকে আমার কবিতার খাতা
আমার স্বর্গসুখ যেন তোমাতেই পাতা
আমার কবিতা তুমি মনের আরাধ্য
তোমার প্রেমের অত্যাচার আমি মেনে নিতে বাধ্য
একসাথে আছি মোরা কতদিন ভেবেছি
শিয়রের কাছে তোমায় কত করে চেয়েছি
তুমি এলে পিছে ফেলে সব বাধা পেরিয়ে
আমার সুখের সীমা গেল সব ছাড়িয়ে
লুকোচুরি প্রেম আর প্রতিবেশীর কানাকানি
ফোনে কত কিচিরমিচির কত ছটফটানি
আজ কাছে আসা হল সব ভালোবাসা হল সব কিছুর পরে
আর একটু ভালোবাসাবাসি হোক আবার নতুন করে
তোমার চোখে লেগে আছে প্রাপ্তি নাকি পূর্নতা
প্রিয় বধু বল বল সেই গুপ্তকথা ।
Writer: Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.