তুমি একা আমি একা কেটে যায় বেলা
চলো তবে শুরু করি প্রেম প্রেম খেলা
আমার ভালোবাসা দেখ পড়ছে চুঁইয়ে
ভালোবাসা নিয়ে যাও ভালোবাসা দিয়ে
বলা না বলায় আমি ছিলাম তোমায়
সাত রঙা ভালোবাসা করেছিল কত আশা
রবে না'ক হা হুতাশ যদি কর হেলা
চলো তবে শুরু করি প্রেম প্রেম খেলা
কত কিছু বলার আছে তোমার সাথে
যদি তুমি হাত রাখ আমার এই হাতে
যদি কর বিশ্বাস থাকো কাছে কাছে
সবকিছু মোকাবেলার সাহস আমার আছে
তোমাতে আমাতে প্রিয় এত কেন মিল
চাঁদনী রাতে যেন তারকা মিছিল
নিত্য দিনের চিত্ত ব্যাথা দু'জনারই আছে
চলো কস্টগুলো পাঠিয়ে দেই ঐ সুদূরের কাছে
চুপ করে যদি থাক কোন কাজ হবে না'ক
যদি না দাও সাড়া কারে দেব মালা
চলো তবে শুরু করি প্রেম প্রেম খেলা
তোর সাথে মোর মিল মোর সাথে তোর
চলো তবে শুরু করি নতুন এক ভোর
হাসি আর কান্নায় রব সদা দু'জনায়
চিন্তায় চিন্তায় দিনগুলো যদি যায়
হা-হুতাশ থাকবে কাজের শেষে
চলো, বাকি দিন পার করি ভালোবেসে বেসে
আমার এ গানের কথা সুর হয়ে যাবে
যদি তুমি কথা দাও শুধু পাশে রবে
তোমার প্রতিক্ষায় দিনগুলো কেটে যাবে
চপল পবন প্রিয় যায় বয়ে যায়
আমি তোমায় ডেকে যাই পাবার আশায়
অখন্ড মধুকাল সব হবে বেসামাল
আলেখ্য শতদল হবে বিফলা
যদি না দাও সাড়া কর যদি হেলা
প্রেমের লহর রাত্রি প্রহর বইছে নিরন্তর
এই কল্লোল থামাও তুমি পড়াও গলে মালা
চল তবে শুরু করি প্রেম প্রেম খেলা ....
Writer: Junaed Hussain Bipul
x
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.