অদিতি, মাঝে মধ্যেই তোমার-আমার কথা হত
হয়ত গলির মোড়ে ,রাস্তার বাঁকের শেষে ;
নয়ত ফোনে ।
আমরা পরস্পরের সঙ্গ ভালোবাসতাম ;
একে অন্যেকে হাসতে চাইতাম ।
একে অন্যকে খুশি দেখতে চাইতাম ।
কিন্তু এর চেয়ে বেশি আমরা কোনদিন কিছু চাই নি...
আমরা বেশিক্ষন কথা বললেও বিরক্ত হয়ে যেতাম ।
আমরা দেখা করার চেয়ে দেখা হয়ে যাবে
সেটা ভাবতেই ভালোবাসতাম ।
আমাদের মধ্যে কোন কিছুর মিল ছিল না ।
কারও মধ্যে কোন কিছুর আধিক্য ছিল না
আমরা কেই কাউকে দেখে মুগ্ধ হইনি কখনো ।
তোমার অনুপস্থিতিতে আমি তোমাকে ভুলে যেতাম
কিছুদিন পরপর তোমার কথা মনে পড়ত ক্ষণকালের জন্য
এরপর আবার যোগাযোগ করতাম তোমার সাথে ;
এরপর আবার তোমাকে ভুলে যেতাম,
তুমিও তাই করতে ।
আমরা কেউ কারো কাছাকাছি আসতে চাইনি ।
আমরা পরস্পরকে বহুবার ছেড়ে যেতে চেয়েও পারিনি
কিন্তু কেন ?
কিছুদিন পরেই নিজেদের আগের অবস্থায় ফিরে যেতাম ।
কখনো কাছে কখনো দূরে থেকেই আমরা সুখী ছিলাম ।
তাহলে আমাদের মধ্যে কি প্রেম ছিল নাকি শুধুই বন্ধুত্ত্ব ?
দুঃখিত অদিতি !আমি এই সম্পর্কের কোন নাম দিতে পারিনি ।
Writer: Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.