শনিবার, ২ মার্চ, ২০২৪

কবিতাঃ ছন্দপতন

 



অনেক দেখেছো আওয়ামী শাসন 
এবার দেখবে বাম
ওদের হাতে রাজপথে 
ঝরে গেল কত প্রাণ ।
আজকাল আর নির্বাচনে
ভোট লাগে না তাদের
ছাত্রলীগ আর পুলিশ
বন্ধু হয় যাদের ।
গনতন্ত্রের ধর্ষক তোরা 
ছাড়বি কবে গদি
তোদের সাথে হাত মেলায় 
গুজরাটের কসাই মোদি ।
অনেক দামে কেন 
স্বাধীনতা যায় ভেস্তে
সব ছেলেদের বলে দিও
রাজপথে কাল আসতে ।
বুকের ওপড় পা দিয়ে 
ক্ষমতা নেব কেড়ে
জনতার ক্ষমতা জনতার হাতে
আবার যাবে ফিরে  ...

Writer: Junaed Hussain Bipul

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your comment.