নারায়ণ মন্দিরের পথটা দিয়ে যেতে যেতে তোমাকে দেখেছিলাম
আর প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে ছিলাম ।
তুমি চোখ বন্ধ করে দেবতাকে প্রণাম করছিলে
আর আমি মুগ্ধ নয়নও তোমাকে দেখেছিলাম
আমি জানি দেবতা দেখতে পারলে তোমার পায়েই লুটিয়ে পড়তো
হয়ত এ হৃদয় মুগ্ধ হয়েছে
নয়তো আমার চোখে তুমি সুন্দর
প্রেমে পড়লে নাকি সব সুন্দর হয়ে যায় নাকি তুমি আসলেই সুন্দর
অতএব আমাকে তোমার করে নাও আমাকে রূপান্তর আর মেরামত করে নাও
তুমি না চাইলেই আমি তোমার
অতএব তুমি আমার হয়ে যাও
আমার ভালোবাসার আর ক্ষমা দুটোই তোমার জন্য
ভালোবাসা নিজের জন্য জমা না রেখে আমাকে দাও যত্ন করে রাখি
অলৌকিক প্রেম কখন শুরু হয় কেউ তা জানতে পারেনা
আর শুরু হওয়ার পর তা জানার প্রয়োজন পড়ে না
কিছু জিনিস দেরিতে শুরু হয় আর হৃদয় ভরিয়ে দেয় ।
আমার মন তোমার পিছনে ছুটে যায়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়।
তোমাকে পেতে প্রয়োজনে গলায় রুদ্রাক্ষের মালা পড়তে রাজি
জাত ধর্ম ভয় সব কিছু ত্যাগ করা যায় তোমার জন্য।
এত প্রেম আমার কারো জন্যই ছিল না কখনো ।
সূর্য না উঠলে যেমন সকাল বোঝা যায় না,
তেমনি আমার হৃদয়ে এত প্রেম ছিল তা তোমাকে দেখার আগে তা জানা ছিল না।
তোমার হাতে আমি আমাকে তুলে দিতে চাই নিশ্চিন্তে জীবন কাটাতে চাই ।
অতএব প্রিয়তম আমাকে ভালোবেসে মুক্তি দাও।
তুমি রাখতে চাইলে আমি থাকতে বাধ্য।
অতএব ঈশ্বরের দোহাই চুপি চুপি আমাকে ভালোবাসো।
Writer: Junaed Hussain Bipul
x
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.