বুধবার, ১ মে, ২০২৪

প্রিয় রূপা

রুপার খোঁপায় ফুল দিয়েছি, ভুল করিনি কিছু ;

সেই কথাটিই বলতে চাইছি,তাই নিয়েছি পিছু। 

রুপা রুপা একটু দাঁড়াও শোনো আমার কথা,

না শুনেই যদি চলে যাও, মনে পাবো ব্যাথা  ।

আমি কিন্তু অনেক্ষণই চলছি তোমার  পিছে। 

ডাকের সাড়াও দিলে না যে তুমি মিছে মিছে। 

রুপা রুপা তুমি কি রাগ করলে নাকি ?

রাগের কারণ ফুল না আমি, নাকি শুধুই মেকি ?

এই যে রুপা তোমার খোঁপা থাকবে কেন খালি ? 

চুলের খোঁপায় বেঁধে দেব জুঁই, চামেলি, বেলি। 

ফুলের সাথে  যদি থাকে তোমার কোনো আড়ি, 

তোমার পায়েই পড়িয়ে দেব কলমি ফুলের বেড়ি। 

রক্ত জবার পাপড়ি দিয়ে রাঙাবো দুই গালে ,

সুগন্ধিতে ছড়িয়ে দেব লিলির ফুলে ফুলে ।

এরপরেও যদি তুমি ফুল না ভালোবাসো,

ফুলের মতই মিষ্টি করে একটুখানি হাসো ।



Writer: Junaed Hussain Bipul 

প্রিয় সেঁজুতি


হতে পারো সেঁজুতি তুমি মেঘের মতই কালো, 

তাতে কি? তবুও তোমায় লাগে ভীষণ ভালো। 

মেঘলা দিনে, হিমেল হাওয়ায় শুধুই মনে আসে,

খোলা চুলে তুমি বুঝি বসলে আমার পাশে।  

সেই আবেশে বসে বসে ভাবি তোমার কথা,

এত  আবেগ তোমার প্রতি জানো তুমি কি তা ? 

ক্ষণেক্ষণে তোমার কথা শুধুই মনে পড়ে, 

তোমার প্রতি এত যে টান কেবলই তা বাড়ে। 

তোমার জন্য এই যে আমার প্রেমের শিহরণ, 

যদি বলি থাকবে সেটা পুরো আমরণ। 

সেই সুখেরই আবেশ আশায় দিন তো কেটেই যায়। 

রাত কাটে না, রাত কাটে না; কি করি উপায়? 

এসো এসো পাশে বসো আমার কথা শোনো, 

মান অভিমান ভূলে তুমি আমায় কাছে টানো। 

কিইবা হবে আমায় যদি ভালো একটু ভালো,

তোমার ভালোবাসায় হৃদয় আমার হবে টলোমলো ।

বলো বলো সেঁজুতি তুমি আমার কবে হবে ?

একটাই ইচ্ছা আমাদের কবর একই সাথে রবে ।


Writer: Junaed Hussain Bipul

প্রিয় অনামিকা

অনামিকা, একা একা কোথা যাও তুমি,

আজকে তো ক্লাস নেই যতটুকু জানি,

আজ  এত সেজেছো কোন সে কারনে ?

শুনেছি তো এসেছে কেউ তোমারি মনে । 

তুমি শুধু বলে যাও হাতে কেন ফোন, 

চোখের নিচে কালি আর আধো আধো ঘুম। 

সারাদিন ফেসবুক একটিভ থাকো,

কি জবাব দেবে তার তাই বুঝি নাতো। 

স্কুল পালাও নিয়মিত সেকথাও শুনি,

যার সাথে দেখা কর সে নাকি খুনি। 

বিড়ি আর সিগারেট তার নাকি পথ্য, 

মাঝে মাঝে গাঁজা খায় একথাও সত্য। 

আরো কিসব নেশা করে লোকে সেসব বলে,

তোমারে সে পেয়ে গেল কোন জাদুবলে। 

তুমি এত ভালো মেয়ে, এতদিন জানতাম। 

এত বড় অঘটন না যদি শুনতাম। 

পারিবারিক সম্মান যদি থাকে মনে। 

আর কখনো দেখা তুমি করোনা তার সনে। 

ফোনের বাহিরেও এক সুন্দর জীবন আছে,

অচিরেই চলে যাবে সেই জীবনের কাছে। 

আমার কথা যদি ভালো না লাগে, 

যেথা খুশি সেথা যাও তুমি সবার আগে।


Writer: Junaed Hussain Bipul

প্রিয় নূপুর


 নূপুর নূপুর তোমার দুপুর, কাটে এখন কেমন?

আগে যেমন ছিলে তুমি এখনও কি তেমন? 

রাত পোহালেই বেড়িয়ে যেতে, পান-সুপারির বাগে। 

সবার আগে কুড়াতে সব মালিক জাগার আগে। 

বাদলা দিনে ওড়না মাথায় চলতে আমের বনে, 

সেসব কথা এখন কি আছে তোমার মনে?  

প্রতি সন্ধ্যায় পড়তে বসতে বইখাতা সব খুলে ।

মাঠ পেরিয়ে একাই তুমি যেতে দূরের স্কুলে ।

ভালো ছাত্রী ছিলে নাকি শিক্ষকরা তাই বলে। 

তোমার বান্ধবী নবনিতা তার কথাও কিছু বলো ,

আধ-পাগলা এক লোকের সাথে সেও নাকি পালিয়েছিলো ।


নূপুর পরে পায়ে তুমি নিয়ে নূপুর নাম,

ছেলে পিটিয়ে কুড়িয়েছিলে ছিঃছিঃ আর বদনাম , 

কেউ শোনেনি তোমার কথা মারার কি'বা কারণ, 

তাইতো বাবা রাগ করে করল স্কুল যাওয়া বারণ। 

সেদিন থেকেই বন্দি হলে, সন্ধি করে ঘর, 

স্কুলও তোমায় ডাক দিলো না, বলল না তুই পড়। 

নূপুর তোমার বিয়ে না কোন গাঁয়ে হয়েছিল,

তোমার সকল উচ্ছ্বাস কি ওই স্বামীই কেড়ে নিল ? 

মারামারি মান অপমান এসবকিছু সয়ে, 

দু'বছর নাকি টিকেছিলে ওই সংসারে গিয়ে। 

একদিন তাই স্বামীর, হাত-পা ভেঙ্গে দিয়ে,

বাপের বাড়ি ফিরেছিলে  একরাশ দুঃখ নিয়ে। 

এরপর এক বুড়োর সাথে বিয়ে করে ঠিক,

তোমার বাবা মানসম্মানের বাঁচালো সব দিক।

সেই স্বামীটাও বাঁচে নি হায় এক বছরের বেশি। 

তার ছেলেরাও ফেরত দিল হায়, দিয়ে লাথি ঘুষি। 


নূপুর তোমার পায়ের নূপুর এখনো কি বাজে, 

নাকি সেসব তুলে রেখেছো, নাকি সেসব বাজে । 

তোমার গানের গলা শুনে স্তদ্ধ হত লোক,

মন্দীভূত হত যে হায় যত করুন শোক। 

তোমার বলা পঙতিগুলো এখনোও সবাই বলে, 

তোমার নাচের সাথে কি আর, এখনও তুলনা চলে। 

গায়ে তোমার চর্চা হত ভালো-মন্দ নিয়ে,

সব কি ধুয়ে মুচে গেল তোমায় বিয়ে দিয়ে। 


তোমার সাথে বলব কথা আজকে সারারাত, 

আজকে তুমি বলবে আমায় তোমার মনের সাধ। 

চুপটি করে শুনবো সেসব এসেছি দূর হতে,

আমায় তুমি বলো সেসব বসলাম মাদুর পেতে। 

আজকে তোমার হৃদয় বেদন উজাড় কর সব, 

রুক্ষমনের সূক্ষ্ম ব্যথা করুক না উৎসব। 

আজকে কোন কাজ নেই আমার,  আজকে ঘুমের ছুটি। 

তোমার দুঃখের কথা বল, দুঃখ হোক আজ মাটি।


Writer: Junaed Hussain Bipul

শনিবার, ২ মার্চ, ২০২৪

কবিতাঃ অতএব তুমি আমার

নারায়ণ মন্দিরের পথটা দিয়ে যেতে যেতে তোমাকে দেখেছিলাম

আর প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে ছিলাম  ।

তুমি চোখ বন্ধ করে দেবতাকে প্রণাম করছিলে

 আর আমি মুগ্ধ নয়নও তোমাকে দেখেছিলাম 

আমি জানি দেবতা দেখতে পারলে তোমার পায়েই লুটিয়ে পড়তো

 হয়ত এ হৃদয় মুগ্ধ হয়েছে

 নয়তো আমার চোখে তুমি সুন্দর 

প্রেমে পড়লে নাকি সব সুন্দর হয়ে যায় নাকি তুমি আসলেই সুন্দর 

অতএব আমাকে তোমার করে নাও আমাকে রূপান্তর আর মেরামত করে নাও 

তুমি না চাইলেই আমি তোমার 

অতএব তুমি আমার হয়ে যাও 

আমার ভালোবাসার আর ক্ষমা দুটোই  তোমার জন্য 

ভালোবাসা নিজের জন্য জমা না রেখে আমাকে দাও যত্ন করে রাখি

 অলৌকিক প্রেম কখন শুরু হয় কেউ তা জানতে পারেনা 

আর শুরু হওয়ার পর তা জানার প্রয়োজন পড়ে না 

কিছু জিনিস দেরিতে শুরু হয় আর হৃদয় ভরিয়ে দেয়  ।

আমার মন তোমার পিছনে ছুটে যায়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। 

তোমাকে পেতে প্রয়োজনে গলায় রুদ্রাক্ষের মালা পড়তে রাজি 

জাত ধর্ম ভয় সব কিছু ত্যাগ করা যায় তোমার জন্য।

এত প্রেম আমার কারো জন্যই ছিল না কখনো । 

 সূর্য না উঠলে যেমন সকাল বোঝা যায় না,

তেমনি আমার হৃদয়ে এত প্রেম ছিল তা তোমাকে দেখার আগে তা জানা ছিল না। 

তোমার হাতে আমি আমাকে তুলে দিতে চাই নিশ্চিন্তে জীবন কাটাতে চাই । 

 অতএব প্রিয়তম আমাকে ভালোবেসে মুক্তি দাও। 

তুমি রাখতে চাইলে আমি থাকতে বাধ্য। 

 অতএব ঈশ্বরের দোহাই চুপি চুপি আমাকে ভালোবাসো। 


Writer: Junaed Hussain Bipul

x

কবিতাঃ ছন্দপতন

 



অনেক দেখেছো আওয়ামী শাসন 
এবার দেখবে বাম
ওদের হাতে রাজপথে 
ঝরে গেল কত প্রাণ ।
আজকাল আর নির্বাচনে
ভোট লাগে না তাদের
ছাত্রলীগ আর পুলিশ
বন্ধু হয় যাদের ।
গনতন্ত্রের ধর্ষক তোরা 
ছাড়বি কবে গদি
তোদের সাথে হাত মেলায় 
গুজরাটের কসাই মোদি ।
অনেক দামে কেন 
স্বাধীনতা যায় ভেস্তে
সব ছেলেদের বলে দিও
রাজপথে কাল আসতে ।
বুকের ওপড় পা দিয়ে 
ক্ষমতা নেব কেড়ে
জনতার ক্ষমতা জনতার হাতে
আবার যাবে ফিরে  ...

Writer: Junaed Hussain Bipul

কবিতাঃ চলো শুরু করি

 তুমি একা আমি একা কেটে যায় বেলা 

চলো তবে শুরু করি প্রেম প্রেম খেলা

আমার ভালোবাসা দেখ পড়ছে চুঁইয়ে 

ভালোবাসা নিয়ে যাও ভালোবাসা দিয়ে

বলা না বলায় আমি ছিলাম তোমায়

সাত রঙা ভালোবাসা করেছিল কত আশা

রবে না'ক হা হুতাশ যদি কর হেলা

চলো তবে শুরু করি প্রেম প্রেম খেলা

কত কিছু বলার আছে তোমার সাথে 

যদি তুমি হাত রাখ আমার এই হাতে

যদি কর বিশ্বাস থাকো কাছে কাছে

সবকিছু মোকাবেলার সাহস আমার আছে

তোমাতে আমাতে প্রিয় এত কেন মিল

চাঁদনী রাতে যেন তারকা মিছিল

নিত্য দিনের চিত্ত ব্যাথা দু'জনারই আছে

চলো কস্টগুলো পাঠিয়ে দেই ঐ সুদূরের কাছে

চুপ করে যদি থাক কোন কাজ হবে না'ক

যদি না দাও সাড়া কারে দেব মালা

চলো তবে শুরু করি প্রেম প্রেম খেলা

তোর সাথে মোর মিল মোর সাথে তোর

চলো তবে শুরু করি নতুন এক ভোর

হাসি আর কান্নায় রব সদা দু'জনায়

চিন্তায় চিন্তায় দিনগুলো যদি যায়

হা-হুতাশ থাকবে কাজের শেষে

চলো, বাকি দিন পার করি ভালোবেসে বেসে

আমার এ গানের কথা সুর হয়ে যাবে

যদি তুমি কথা দাও শুধু পাশে রবে

তোমার প্রতিক্ষায় দিনগুলো কেটে যাবে

চপল পবন প্রিয় যায় বয়ে যায়

আমি তোমায় ডেকে যাই পাবার আশায়

অখন্ড মধুকাল সব হবে বেসামাল

আলেখ্য শতদল হবে বিফলা

যদি না দাও সাড়া কর যদি হেলা

প্রেমের লহর রাত্রি প্রহর বইছে নিরন্তর 

এই কল্লোল থামাও তুমি পড়াও গলে মালা

চল তবে শুরু করি প্রেম প্রেম খেলা ....


Writer: Junaed Hussain Bipul


x

কবিতাঃ নাম দিতে পারিনি


অদিতি, মাঝে মধ্যেই তোমার-আমার কথা হত 

হয়ত গলির মোড়ে ,রাস্তার বাঁকের শেষে ; 

নয়ত ফোনে  ।


আমরা পরস্পরের সঙ্গ ভালোবাসতাম ;

একে অন্যেকে হাসতে চাইতাম ।

একে অন্যকে খুশি দেখতে চাইতাম । 

কিন্তু এর চেয়ে বেশি আমরা কোনদিন কিছু চাই নি...

আমরা বেশিক্ষন কথা বললেও বিরক্ত হয়ে যেতাম  । 

আমরা দেখা করার  চেয়ে দেখা হয়ে যাবে

সেটা ভাবতেই ভালোবাসতাম  । 

আমাদের মধ্যে কোন কিছুর মিল ছিল না । 

কারও মধ্যে কোন কিছুর আধিক্য ছিল না 

আমরা কেই কাউকে দেখে মুগ্ধ হইনি কখনো । 

তোমার অনুপস্থিতিতে আমি তোমাকে ভুলে যেতাম 

কিছুদিন পরপর তোমার কথা মনে পড়ত ক্ষণকালের জন্য 

এরপর আবার  যোগাযোগ করতাম  তোমার সাথে ; 

এরপর আবার তোমাকে ভুলে যেতাম, 

তুমিও তাই করতে । 

আমরা কেউ কারো কাছাকাছি আসতে চাইনি । 

আমরা পরস্পরকে  বহুবার ছেড়ে যেতে চেয়েও পারিনি 

কিন্তু কেন ? 

কিছুদিন পরেই নিজেদের আগের অবস্থায় ফিরে যেতাম  । 

কখনো কাছে কখনো দূরে থেকেই আমরা সুখী ছিলাম  । 

তাহলে আমাদের মধ্যে কি প্রেম ছিল নাকি শুধুই বন্ধুত্ত্ব  ? 

দুঃখিত অদিতি !আমি এই সম্পর্কের কোন নাম দিতে পারিনি ।

Writer: Junaed Hussain Bipul

কবিতাঃ তুমিই আমার প্রেমিকা

 

প্রেমে হলো প্রেমময় আমাদের প্রাণ

ক্ষণেক্ষণে বাড়ে শুধু হৃদয়ের টান ।

দিন শেষে বৌ বেশে তোমায় আমি দেখি

হৃদয়ের এই সুখব্যাথা টের পাও নাকি

খালি পড়ে থাকে আমার কবিতার খাতা

আমার  স্বর্গসুখ যেন তোমাতেই পাতা

আমার কবিতা তুমি মনের আরাধ্য

তোমার প্রেমের অত্যাচার আমি মেনে নিতে বাধ্য

একসাথে আছি মোরা কতদিন ভেবেছি

শিয়রের কাছে তোমায় কত করে চেয়েছি 

তুমি এলে পিছে ফেলে সব বাধা পেরিয়ে

আমার সুখের সীমা গেল সব ছাড়িয়ে

লুকোচুরি প্রেম আর প্রতিবেশীর কানাকানি

ফোনে কত কিচিরমিচির কত ছটফটানি

আজ কাছে আসা হল সব ভালোবাসা হল সব কিছুর পরে 

আর একটু ভালোবাসাবাসি হোক আবার নতুন করে

তোমার চোখে লেগে আছে প্রাপ্তি নাকি পূর্নতা

প্রিয় বধু বল বল সেই গুপ্তকথা ।


Writer: Junaed Hussain Bipul

বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

কবিতাঃ একতরফা প্রেমিক


 -------------------------------------------------------------------

সায়মা, তোমার পথের কোণে দাঁড়িয়ে এক প্রেমিক

একটু দাঁড়াও; আমার দিকে, তাকাও একটু খানিক ।

তোমার জন্য রৌদ্র-ঝড়ে অপেক্ষা করেছি কত

 এমন প্রেমিক কোথায় পাবে তুমি আমার মত ।

একতরফা এই ভালোবাসায় পুড়ি নিত্যদিন

হৃদয় দিয়ে বাসলে ভালো শোধ হবেনা ঋণ ।

 ক্ষনিক ভাবি আমার সবি গেছে তোমার তরে

কি আর আছে আমার কাছে  তোমার আগে পরে?

আমার প্রেমে না পড়ার কারন বল সখি

প্রেম না পাওয়ার এ আক্ষেপটুকু আমিও মিলিয়ে দেখি ।

ভালোবাসো না, নাকি বাসতে পারো না সত্যি করে বল ?

শুনতে আমার হৃদয়খানি করছে টলমল ।

ভালোবাসার দ্বিধা দ্বন্ধ একবার পাশে রেখে

ভালোবাসা মাধুর্য কি তুমিও নাও দেখে ।

আমার মন তো তোমাকেই চায় রুখতে পারিনা তাকে

তোমার মনে তো আমায় ধরে না কি করার আছে বল তাতে ?

কি দেখে তোমার প্রেমে পড়লাম এখনো বুঝিনি তা

আমার প্রাণে সায় দিয়েছে তোমারই কবিতা

আমার মনের যত কথা আছে তাই কবিতায় ঝরে পরে 

তবু কেন যেন শেষ লাইনে তোমাকেই মনে পড়ে।

এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে, চেষ্টা করেছি কত

চোখ বন্ধ করলেও , কাকে যেন দেখি তোমারই মত

সত্যিকারের প্রেমিক সে তো একজনই যে হয়

তোমার কাছেই হলো আমার মনের পরাজয় ।

তোমার কাছে আমার প্রেম তুচ্ছ মুল্যহীন

আমার যত ভালোবাসা তোমার কাছে ক্ষীণ ।

যাও প্রিয় তবে তার কাছে যাও যাকে তুমি ভালোবাসো

তার হৃদয়ে কি বসত তোমার জিজ্ঞেস করে আসো ।

একতরফা এই প্রেমে আমি ভিখারি হয়েছি সদা

একদুয়ারেই ভিক্ষে নেব শপথ করছি খোদা


                                                      Writer: Junaed Hussain Bipul

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

কবিতাঃ তোমার জন্য অপেক্ষা


আমি সুদীর্ঘ পথ হেঁটে তোমার অপেক্ষায় বসে ছিলাম তুমি আসো নি  ।

আমি দীর্ঘক্ষণ তোমায় খুঁজেছিলাম পাইনি ।

আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার অপেক্ষা করে যাব 

আর তোমাকে খুঁজে যাব ।

এ অপেক্ষা এ প্রতীক্ষা শেষ হবার নয় ...

কারণ আমার ভালোবাসা আমার প্রতীক্ষার চেয়ে বড়  ।

শুধু এই জীবন নয় ;

 আরো অনেক জীবন তোমার অপেক্ষায় কাটিয়ে দিতে পারব

যেন নিরন্তর এক কালচক্রে বাঁধা পরেছে আমার হৃদয় ।


লেখকঃ Junaed Hussain Bipul

সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

কবিতাঃ একতরফা প্রেম


 আমি তোমাকে কতটা ভালবাসি তা তোমার কল্পনার বাহিরে
কেবল অল্প সংখ্যক লোকই এমন প্রেমে পড়ে ।
আমি স্বপ্নে শুধু তোমাকেই দেখি
একতরফা এই প্রেমে আমার হৃদয় মাখামাখি ।
তোমাকে আমি পাই হারাবার ভয় কত
তোমাতে মিশে ঘুচাতে চাই হৃদয়ের যত ক্ষত ।
 বিশুদ্ধ হাওয়া যেমন মিশে যায় বিশুদ্ধ হাওয়ায়
আমার আত্মা মিশাতে চাই তোমার আত্মায় ।
আর তোমাকে যা কিছু স্পর্শ করে 
তা আমাকেও যেন ছুঁয়ে যায়,
আমার সবকিছুতে শুধু তোমাকেই দেখা যায়
সবকিছুর পরেও তোমার-আমার মাঝে শুধু প্রেমই রয়ে যায় ।


 Writer: Junaed Hussain Bipul

সোমবার, ২২ নভেম্বর, ২০২১

কবিতাঃ জ্যোতির্ময়


 
তোমার সকল ছড়িয়ে থাকুক 
আমার সকল মুগ্ধতায়
 দু'টি হৃদয় বদল হোক
 অপরিসীম শুদ্ধতায়
 আমার দেহে উছলে পড়ুক 
তোমার যত জ্যোতি 
তৃপ্ত করো আমায় তুমি 
 গেয়ে প্রেমের গীতি
আমাদের এই প্রেমের মানে
জানিয়ে দিও গানে গানে
অন্তর-আত্মা এক হয়ে যাক
সেই সুরেরই টানে ।

 

                                                Writer: Junaed Hussain Bipul