বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

শেষ চিঠিঃ (২২)



অদিতি,
বাগানের মাঝখানে বসে ব্যাথাতুর হৃদয় নিয়ে তোমাকে শেষ চিঠি লিখছি । অদিতি আজকে আমি আমার নীরব প্রেমের নীরব সমাপ্তি ঘটাতে যাচ্ছি । আমার গোপন প্রেমের একমাত্র রাজসাক্ষী তুমি ।
আমি তোমাকে ভালোবেসেছি ক্রমাগত । সব তারকা যেমন দিনের আলোয় লুকিয়ে থাকে ঠিক তেমনি নীরবে ও গোপনে আমি তোমাকে ভালোবেসেছি । শুনেছি ভালোবাসার জন্য কাউকে বাধ্য করা যায় যদি নিরবিচ্ছিন্নভাবে ভালোবাসা যায় । সত্যিই অনেক ভালোবেসে ভালোবাসাকে হাসিল করা যায় ; মনের কথা মন পর্যন্ত পৌঁছে যায় । কিন্তু আমার ভালোবাসা তোমায় ছুঁতে পারেনি , এ আমার ব্যর্থতা । এ ব্যর্থতার দায় তোমার নয় আমার । কারন ভালোবাসার মানুষকে দোষী করতে নেই ।
অদিতি শুনেছি সত্যি ভালোবাসা কখনো জিততে পারে না বরং হারে আর যদি না  হারে তবে সেটা ভালোবাসাই নয় ।
আজ জীবনের শেষ চিঠি লিখলাম তোমার কাছে । কষ্ট আমার একটাই আমি শুধু একাই আমার ভালোবাসার ভার বয়ে গেলাম ।
অদিতি বিশ্বাস কর তোমার কাছে কোন কিছু চাওয়ার নেই  আমার । তোমার রুপ বা বয়স নয় আমি তোমার আত্মার প্রেমে পড়েছিলাম ।
অদিতি আত্মছাড়া প্রেমের মূল্য কেউ কখনও পায় নি । তাই আমিও পেলাম না । জগতে চিরকালই এই একপেশে প্রেমগুলো বঞ্চিত হয় । আজ তোমার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই ।
আমি অযোগ্যদের রাজা আর তুমি তুলনাহীন । আমাকে ভালোবাসার তোমার কাছে কোন যুক্তি নেই ।
অদিতি তুমি সত্যিই খুব ভালো মেয়ে । তোমাকে আজীবন হৃদয় দিয়ে ভালোবাসা যায় । তোমার জন্য এক জীবন অপেক্ষা করে কাটানো যায় ।
অদিতি তোমার কাছ থেকে একটি চিঠিরও উত্তর পেলাম না । হৃদয়টা ভেঙে গেছে আমার । আর ভাঙা নিয়ে কি ভালোবাসা যায় । শুধু পাওয়ার নাম যদি ভালোবাসা দেই তবে না পাওয়ার নাম কি দেব ? ব্যর্থতা , না প্রেম কখনো ব্যর্থ হয় না । আমি বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসায় চাওয়ার কিছু থাকে না ।
অদিতি তুমি আমার অদেখা ভবিষ্যৎ ।তোমার সাথে অভিমান করে কথা না বলে থাকা যায়  কিন্তু  তোমাকে ভোলা যায় না । তাই কোন প্রতিদান ছাড়াই তোমাকে ভালোবেসে যাব । মৃত্যু পর্যন্ত । হয়ত বা তার পরেও । আমার ভালোবাসার শুরু ছিল কিন্তু কোন শেষ নেই আর হবেও না কখনো  ।
অদিতি শুনেছি কষ্ট ভাগ করে নিলে নাকি কমে যায় । আর তাই আমি আমার কষ্টগুলোকে ছড়িয়ে দিতে চাই এই প্রকৃতির মাঝে । আমি চাই প্রকৃতিতে বৃষ্টি আসুক আর আমাকে ভিজিয়ে দিক । আমার কষ্টগুলোকে ধুয়ে নিয়ে যাক । আর সেই বৃষ্টির শব্দে যেন থাকে আমার মনের বোবা কান্নার করুন সুর ।
ইতি
স্বপ্নভাঙা রাজকুমার
Writer: Junaed Hussain Bipul

গুপ্ত প্রেমপত্রঃ

বি. দ্র.  ঃ  ১২ থেকে ২১ পর্যন্ত চিঠিগুলো প্রকাশ করতে চাই না…(এই পত্রগুলো একান্তই আমার ( কি দরকার সবকিছু জেনে )


Writer: Junaed Hussain Bipul

প্রেমপত্রঃ ( ১১ )

প্রিয় অদিতি,

আশা করি মন ভালো আছে । ইদানিং তোমার কথা একটু বেশিই মনে পড়ছে । তাই চিঠি না লিখে থাকতে পারলাম না । মনে হয় তোমার জন্য ভালোবাসাটা দিন দিন বেড়েই যাচ্ছে । তাই ভালোবাসার গাছটার রঙ্গিন ফুলগুলোকে ঝরতে না দিয়ে সেগুলোকে কথার মালা বানিয়ে তোমায় চিঠি দিলাম । মন চাইলে বরণ করে নিও ।
অদিতি, বাইরে বৃষ্টি হচ্ছে , প্রচুর বৃষ্টি , রোমান্টিক বৃষ্টি ।  এই বৃষ্টিতে তোমার ডান হাতটা ধরে খুব হাঁটতে ইচ্ছে করছে । কেন , তা জানি না । কোন প্রশ্ন করো না । সব প্রশ্নের উত্তর হয় না ।
ভেবেছিলাম “Out of sight , out of mind. ” ফলো করবে । কিন্তু হয় নি । যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে  তুমি হৃদয়ের কাছে চলে আসছো । মনের অনুভুতিগুলো দানা বাঁধতে শুরু করেছে তোমার জন্য ।
অদিতি, আমার ভালোবাসা জমে ধীরে ধীরে পাহাড় হয়ে যাচ্ছে । ভেঙ্গে দিও না । প্রথম প্রথম মনে হত আমি মনে হয় তোমার রুপের প্রেমে পড়েছি  কিন্তু ইদানিং মনে হচ্ছে তোমার রুপ না থাকলেও বোধ হয় আমি তোমার প্রেমেই পড়তাম । কেন পড়তাম তার কারন জানা নাই ।
বিশ্বাস কর আমার  তোমাকে  প্রয়োজন নেই । আমার তোমার ভালোবাসার প্রয়োজন । আর সেই ভালোবাসার  জন্যই  তোমাকে প্রয়োজন । আমি তোমাকে ভালোবাসি ।অদিতি, আমি তোমাকে ভালোবাসি তার মানে এই না যে আমি তোমার জন্য সব করতে পারি , কিন্তু আমি তোমার জন্য যা করতে পারি কেউ তোমার জন্য তা করতে পারবে না। ইদানিং কেন জানি মনে হচ্ছে তোমাকে ভালোবেসে আমার কোন দিন ক্লান্তি আসবে না । এ যেন ক্লান্তিহীন এক যাত্রার , ভালোবাসার অফুরন্ত এক সময় । তাই আমার এলোমেলো স্বপ্নগুলোকে সাজাতে তোমাকে প্রয়োজন । আমার কল্পনাকে  দীর্ঘায়িত করার জন্য তোমাকেই প্রয়োজন ।
অদিতি , আমি তোমার সুন্দর মনের ভাগিদার হতে চাই । ভালোবাসে তোমার জন্য অপেক্ষা করতে চাই । তোমার করা ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করতে চাই । তাই চলো ভালোবেসে ভালোবাসার সংজ্ঞা পাল্টে দেই । চলো  দু’ জন  দু’জনকে অন্ধের মত বিশ্বাস করি । আর নিশ্চই সত্যি প্রেম সফল হবে । বিশ্বাস কর তুমি চাইলেই হবে । আশা করি  তুমি হৃদয়ের দাবি হৃদয় দিয়েই পূরণ করবে ।        আশা করি ভেবে দেখবে ।

ইতি
স্বপ্নের মাহামানব


Writer: Junaed Hussain Bipul

লুকানো পত্রঃ

বি.দ্র. ঃ    ০২ থেকে ১০ পর্যন্ত চিঠিগুলো প্রকাশ করতে চাই না । (সব কিছু জানাতে নেই  , কিছু জিনিস গোপন থাকাই ভালো )


Writer: Junaed Hussain Bipul

কবিতাঃ তুমিই সার্থক


যদি দুঃখ দিতে এসেই থাক
সার্থক তবে তুমি
তোমার ভালোবাসার দহন জ্বালায়
বিদগ্ধ আজ আমি  ;
যদি স্বপ্ন শূন্য করে দিতে
এসেই থাক তুমি
হাজার বার মানতে রাজি
সার্থক তবে তুমি  ;
যদি হৃদয় ভাঙার হাতুড়িটা
ভালোবাসাই হয়
তাহলে আমি নিশ্চিত
তোমারই হয়েছে জয়   ;
আমিই যদি হয়ে থাকি
তোমার কষ্ট দেয়ার লোক
তবে মুচকি হেসে বলব আমি
যদি তাই হয়, তবে তাই হোক  ।।।


Writer: Junaed Hussain Bipul

প্রেমপত্রঃ (০১)

প্রিয় অদিতি,


ঘুমন্ত সূর্যটাকে চিমটি কেটে জাগিয়ে দিয়ে ভোরের মিষ্টি আলোয় জানালার পাশে বসে পদ্মফুলের ডাঁটাকে কলম বানিয়ে বেলী ফুলের সুভাষ মাখানো কালিতে তোমাকে চিঠি লিখছি । যেদিন থেকে তোমাকে দেখা শুরু করেছি সেদিন থেকেই বারংবার হৃদয়ের গভীর থেকে তোমাকে পাওয়ার ডাক শুনেছি । আর শুনেছি যত কিছুই হোক তুমি আমার । আমি নিজেকে দুমড়ে-মুচড়ে তৈরী করেছি এক নতুন  আমাকে   শুধুই তোমার জন্য । কখনো যদি সুযোগ পাই , তবে মনে রেখ বলে দেব -আমি আমাকে তোমাকে দিয়ে দিলাম । আর আমি বিশ্বাস করি তিন জন্মেও কেউ তোমাকে আমার সমান ভালোবাসতে পারবে না । আমি তোমাকে ভালবাসি । আর তোমাকে  ভালবাসতেও ভালোবাসি । তোমার যা কিছু আছে সেগুলোকেও আমি ভালোবাসি । আমি তোমাকে ভালোবাসি একদম নিজের মত করে । আমি তোমাকে ভালোবাসতে পেরে নিজেকে ধন্য মনে করি ।

“অদিতি” মনে রেখ- আমার ভালবাসা বিশ্বাসের ছাঁকনি দিয়ে ছাঁকা আর আবেগ-মোহ থেকে অনেক উর্ধ্বে । আমি তোমাকে দিতে চাই আমার ভালোবাসার সেরা অংশটুকু ।আমি তোমার জন্য রেখেছি আমার  হৃদয় নিংড়ানো ভালোবাসা । একদম নিখাদ ভালবাসা । তুমি আমার কল্পনার রানী নও বরং বাস্তবের কল্পনা । তোমার জন্য জায়গা রেখেছি হৃদয়ের সেরা জায়গায় । এখন তোমাকে আমি আর আলাদা করে দেখি না । কেননা  আমার মাঝেই যে তুমি রয়েছো । এখন তোমাকে আমি আমার মাঝেই অনুভব  করি ।
"অদিতি"  চলো শুরু করি এক নতুন মহাকাব্য । সৃষ্টি হোকনা আরেকটা নতুন ইতিহাস ।  চলো হৃদয় বদল করি ।  চলো দু’জন দুজনকে ভালোবেসে নিঃস্ব হয়ে যাই । চলো একসাথে দু’জন মিলে স্বপ্ন সাজাই । আগামীর দিনগুলোকে একএকটা গল্প বানাই । গল্পটা হোক শুধু তোমার আর আমার ।

ইতি
স্বপ্নের মহামানব


Writer: Junaed Hussain Bipul 

শর্টফিল্মঃ ভাঙ্গা হৃদয়

(((  গল্পটি প্লট না বলে শুধু পঠন অংশটুকু দেয়া হয়েছে , পরবর্তীতে তা দেয়া হবে... )))
কঃ কিরে কি হয়েছে? মন খারাপ কেন?
অঃ অদিতি ব্রেকাপ চায় !
কঃ কেন?
অঃ সে নাকি সেই আগের মত আত্মছাড়া ভালবাসা খুঁজে পায় না । she is growing tired of my love and care. She consider me as a crazy man.
কঃ আর-এ সব প্রেমই তো আর সফল হয় না । এ কথা জেনেও কেন প্রেম করতে গেলি?
অঃ আবেগ নিয়ন্ত্রন করা কি এতই সহজ ? তা ছাড়া আমি তো ওকে বিয়ে করার জন্যই প্রেম করেছিলাম ।
কঃ প্রেম করে বিয়ে করার আশা করা আর নকলের মধ্যে আসল খোঁজা ছাড়া আর কিছুই না ।
*অঃ আমি মানুষ চিনি খুব দেরিতে
**কঃ টিকে থাকাটাই যেখানে কঠিন মন খারাপ করাটা সেখানে বিলাসিতা……
তাছাড়া তুই কি দেখে ওকে পছন্দ করেছিলি ?
অঃ বন্ধু চোখের দেখাই দেখা নয়, মনের দেখাই দেখা হয় ।
ভালবাসা দেখার জিনিস না অনুভব করার জিনিস ।
কঃ মায়া এমন এক জিনিস, একবার যদি লেগে যায়, তাহলেই সর্বনাশ । মায়া বাড়তেই থাকে । কাঠিয়ে উঠা যায় না ।
অঃ সবই বুঝিরে ভাই, ভোলা তো সহজ নয় প্রেম যদি খাঁটি হয় ।
কঃ দেখ ভুল করা দোষের কিছু না । ভুল কার না হয় । কিন্তু ভুলের উপর স্থির থাকাটা দোষের ।
***অঃ ওকে ছাড়া আমি  বাঁচবো না রে দোস্ত……
ক: দেখ কেউ কারো জন্য বাঁচে না । প্রত্যেকেই নিজের জন্য বাঁচে । প্রেমের জন্য জীবন দেওয়াটা কঠিন কিছু না । কঠিন হচ্ছে জীবন দেওয়ার জন্য প্রেম করার মতন কাউকে খুঁজে বের করা ।
অ: কিন্তু ওকে ছাড়া যে আমার কিছু ভালো লাগে না ……সে তো চাইলেই থেকে যেতে পারে ।
****ক: দেখ নিজের উপর অত্যাচার করে কি অন্যের উপর প্রতিশোধ নেয়া যায় ।
*****অ: ওকে, না পেলে আমি সুইসাইড করব, রে দোস্ত………
ক: আরে গাধা যে প্রেম সুইসাইডের দিকে নিয়ে যায় সেটা প্রেম না আবেগ-মোহ……
প্রকৃত প্রেম মরতে না, বাঁচতে শেখায় ।
@অ: ওকে যদি আমি বাধ্য করি ।
ক: যে যেতে চায় তাকে বেধে রাখা যায় না…
আইনস্টাইন  বলতেন - এক সমস্যার সমাধান আরেক সমস্যা দিয়ে  হয় না ।
@@অ: আমি পারব না রে ওকে ছাড়া থাকতে ।
তাছাড়া আমি তো ওকে বিয়ে করার জন্যই ভালোবেসে ছিলাম ।
ক: প্রেমিক বিয়ে করলেও দোষ
না করলেও দোষ
বিয়ে করলে বলবে তুমি আমাকে সুখি করতে পার নি আর বিয়ে না করলে বলবে
তোমায় ভালোবেসে আমি কি পেলাম ……
@@@ কিরে কষ্টটা কি কমেছে.?
অ: না; তবে কষ্ট সহ্যের মাত্রাটা বেড়ে গেছে ।
ক: তুই, ওকে ভুলে যা ।
অ: তুই প্রেম করলে বুঝতি ,এর যে কি জ্বালা ।
ক: এই জন্যই বোধ হয় লোকে বলে
অল্প প্রেম রোমান্টিক আর অধিক প্রেম মর্মান্তিক ......
অ:  আচ্ছা একটা সত্যি কথা বলতো এজন্যই কি তুই এখনো প্রেম করিস নি ।
ক: বন্ধু, পৃথিবীতে সব কিছু সবার জন্য না , কিছু কিছু কাজ কিছু কিছু মানুষের জন্য নির্দিষ্ট ।
সিনেমার নায়ক নায়িকরা তাদের প্রেমিক প্রেমিকার জন্য সব কিছু করতে পারে ।
আর বাস্তবে নায়ক নায়িকরা তাদের ফ্যামিলির জন্য সব কিছু করতে পারে ।
@@@@কক::  এই জন্যই বোধ লোকে বলে প্রেম অন্ধ আর একপেশে হয় ।
কোন যুক্তি তর্কের ধার ধারে  না এরকম বহু গল্প আছে । চরিত্র আলাদা ঘটনা সেম...
অঅ::  অদিতি একসময় তুমি বলতে, "Never let me go."
কিন্তু আজ ………
আর যখন প্রচণ্ড ভালোবাসতে ইচ্ছে করত আমাকে, তখন তুমি বলতে "আমি আমাকে তোমাকে দিয়ে দিলাম' ।
কিন্তু আজ………
হায় রে নারী …হায় রে নারী…
#অঃ অদিতি আজ আমি আমার নীরব প্রেমের নীরব সমাপ্তি ঘটাতে যাচ্ছি ।
কিছু ভালোবাসা মানুষ পায় না । আমি ভালো থাকবো কি না জানি না, তবে তুমি ভালো থেকো ।
আমি বিশ্বাস করি , একদিন পৃথিবীতে কোন দুঃখ থাকবে না...
একদিন অদিতি এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি            অনেক ভালবাসি…
## চলুক না জীবন জীবনের নিয়মে যতদিন চলতে পারে ।
আমার  বিশ্বাস একদিন সত্যি সত্যি দেখতে পাবো,    জীবন হবে মৃত্যুর চেয়েও অনেক বড় ।
!!!
বাকী কথা বাকী রইল…


Writer: Junaed Hussain Bipul

কবিতাঃ প্রেমময়ী (LOVER)

প্রেমময়ী, তুমি উঠে এসো ;যদি প্রেম থাকে তব হৃদয়ে
আমায় তুমি ধন্য কর শুধু একবার দেখা দিয়ে ;
তোমায় আমি ভালোবাসি বলে করেছ কতনা ফন্দি ,
তবে আজ কেন তুমি আমায় ছেড়ে মাটির খাঁচায় বন্দি  ।
প্রিয়, তুমি কি পারবে আবার ফিরে আসতে
আবারও সেই আগের মতই আমায় ভালোবাসতে  ?
আমি তোমার উপযুক্ত হইনি কোন কালে
তাইতো তুমি রাগ করেছ ,  রয়েছ অন্তরালে  ;
শেষ যেদিন কথা হয়েছিল নেই কি তোমার স্মরণ
তোমায় দেখে স্তব্ধ হয়েছিল আমার দুই নয়ন,
তোমার বক্ষে চাপায়ে তুমি তোমার সকল ব্যাথা
প্রিয়, তুমি চোখ বুজেছিলে বলনি তো কোন কথা  ;
তোমার চারদিকে তখন ছিল নিদারুন নীরবতা  ;
প্রিয়, সেদিন কাঁদিনি আমি ভাসাইনি চোখ জলে
আমায় ছেড়ে যাবেই যদি তবে কেন কথা দিয়েছিলে  ?
কতদিন ধরে দেখা হয় না , কথা হয় না মন খুলে
এতদিন পরে "প্রিয়" তুমি আমারে কি  গিয়াছ ভুলে  ?
শেষ অবধি  আমি তোমার তুমিই আমার রবে
এ জীবন যেদিন শেষ হয়ে যাবে , আবারও প্রেম শুরু হবে  ।।


Writer: Junaed Hussain Bipul

কবিতাঃ নতুন কৌশলে (New trap)

শুনগো বৃষ্টি রাখিও দৃষ্টি
তোমারে ফাঁসাবো নতুন কৌশলে   ------(৩) ;
আবেগ নিয়ে খেলবো তোমার
বিবেক করে বন্ধ ;
আমার কপট প্রেমের ফটক ভেঙ্গে
তুমি বুঝবে কি ভালমন্দ  ?
এমন একদিন আসবে
তুমি ফাঁসবে আমার জালে ,
শুনগো বৃষ্টি রাখিও দৃষ্টি
তোমারে ফাঁসাবো নতুন কৌশলে   ------(৩) ;
এমন একদিন আসবে
যে দিন আমার হবে তুমি
সেদিন তোমায় ছেড়ে গিয়ে
প্রতিশোধ নেব আমি ।
সেদিন তুমি স্থির থাকবে
কোন বলে কোন বলে ,
শুনগো বৃষ্টি রাখিও দৃষ্টি
তোমারে ফাঁসাবো নতুন কৌশলে   ------(৩) ;
অনুভুতির এই খেলাতে
কেউ হয় নি জয়ী
কেউ কষ্ট পায় আবার কেউ বা কষ্ট দেয়ই  ।
তোমার সাথে প্রেম করব
কষ্ট দেয়ার লোভে ,
যেদিন তুমি বুঝবে সেদিন
কাঁদবে বিষম ক্ষোভে ।
আমায় হেলা করার মজা
তুমি বুঝবে তিলে তিলে ;
শুনগো বৃষ্টি রাখিও দৃষ্টি
তোমারে ফাঁসাবো নতুন কৌশলে  ------ (৩) ;


Writer: Junaed Hussain Bipul

কবিতাঃ যে আমার মন ভেঙ্গেছে (Who break my heart)

অশ্রুবিন্দু নয়ন ভেদিয়া পড়ে
তুমি ব্যাথা দিয়াছ যারে ;
সে কি ক্ষমা করিছে তোমারে
যেবা তোমার তরে মরতে পারে ।
যদি ভালোবেসে থাক
তবে দু'চোখ তুলে দেখ ;
সে তো ভোলেনি তোমারে
তুমি ছিলে তার অন্তরে ।


Writer: Junaed Hussain Bipul

কবিতাঃ স্বপ্নের মহামানবী (The lady of my dreams)

তুমি কি সেই মহামানবী
যাকে নিত্যদিন আমি খুঁজেছি  ;
যদি হও,  তবে কথা কও
আমি তোমারি অপেক্ষায়
ছিলাম এতদিন ;
তোমার তরে রয়েছে আমার
যুগ জনমের ঋণ ।
কতদিন তোমায় খুঁজেছি স্বপ্নে
পাইনি তোমার দেখা  ;
দেখাই যখন দিলে আজি
বলব মনের কথা ।


Writer: Junaed Hussain Bipul

কবিতাঃ তুমিই সে (YOU are YOU)

ভালবাসি তারে  এতদিন যারে
বেঁধে রেখেছি এই বুকে ;
বারে বারে সে ডেকে যায় মোরে
যে আছে স্বপ্নলোকে ।
আমার সকল চিন্তার মাঝে
খুঁজে পাই যেন তারে ;
আর কতকাল পার হলে পরে
বুঝবে সে আমারে ।
প্রিয়া, তুমি বিশ্বাস কর
তুমি মোর কবিতা ছন্দিনী ;
আমার হৃদয় কারাগারে
তুমিই সেই সে বন্দিনী ।


Writer: Junaed Hussain Bipul