বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

কবিতাঃ যে আমার মন ভেঙ্গেছে (Who break my heart)

অশ্রুবিন্দু নয়ন ভেদিয়া পড়ে
তুমি ব্যাথা দিয়াছ যারে ;
সে কি ক্ষমা করিছে তোমারে
যেবা তোমার তরে মরতে পারে ।
যদি ভালোবেসে থাক
তবে দু'চোখ তুলে দেখ ;
সে তো ভোলেনি তোমারে
তুমি ছিলে তার অন্তরে ।


Writer: Junaed Hussain Bipul

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your comment.