বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

কবিতাঃ নতুন কৌশলে (New trap)

শুনগো বৃষ্টি রাখিও দৃষ্টি
তোমারে ফাঁসাবো নতুন কৌশলে   ------(৩) ;
আবেগ নিয়ে খেলবো তোমার
বিবেক করে বন্ধ ;
আমার কপট প্রেমের ফটক ভেঙ্গে
তুমি বুঝবে কি ভালমন্দ  ?
এমন একদিন আসবে
তুমি ফাঁসবে আমার জালে ,
শুনগো বৃষ্টি রাখিও দৃষ্টি
তোমারে ফাঁসাবো নতুন কৌশলে   ------(৩) ;
এমন একদিন আসবে
যে দিন আমার হবে তুমি
সেদিন তোমায় ছেড়ে গিয়ে
প্রতিশোধ নেব আমি ।
সেদিন তুমি স্থির থাকবে
কোন বলে কোন বলে ,
শুনগো বৃষ্টি রাখিও দৃষ্টি
তোমারে ফাঁসাবো নতুন কৌশলে   ------(৩) ;
অনুভুতির এই খেলাতে
কেউ হয় নি জয়ী
কেউ কষ্ট পায় আবার কেউ বা কষ্ট দেয়ই  ।
তোমার সাথে প্রেম করব
কষ্ট দেয়ার লোভে ,
যেদিন তুমি বুঝবে সেদিন
কাঁদবে বিষম ক্ষোভে ।
আমায় হেলা করার মজা
তুমি বুঝবে তিলে তিলে ;
শুনগো বৃষ্টি রাখিও দৃষ্টি
তোমারে ফাঁসাবো নতুন কৌশলে  ------ (৩) ;


Writer: Junaed Hussain Bipul

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your comment.