বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

কবিতাঃ তুমিই সার্থক


যদি দুঃখ দিতে এসেই থাক
সার্থক তবে তুমি
তোমার ভালোবাসার দহন জ্বালায়
বিদগ্ধ আজ আমি  ;
যদি স্বপ্ন শূন্য করে দিতে
এসেই থাক তুমি
হাজার বার মানতে রাজি
সার্থক তবে তুমি  ;
যদি হৃদয় ভাঙার হাতুড়িটা
ভালোবাসাই হয়
তাহলে আমি নিশ্চিত
তোমারই হয়েছে জয়   ;
আমিই যদি হয়ে থাকি
তোমার কষ্ট দেয়ার লোক
তবে মুচকি হেসে বলব আমি
যদি তাই হয়, তবে তাই হোক  ।।।


Writer: Junaed Hussain Bipul

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your comment.