বেঁধে রেখেছি এই বুকে ;
বারে বারে সে ডেকে যায় মোরে
যে আছে স্বপ্নলোকে ।
আমার সকল চিন্তার মাঝে
খুঁজে পাই যেন তারে ;
আর কতকাল পার হলে পরে
বুঝবে সে আমারে ।
প্রিয়া, তুমি বিশ্বাস কর
তুমি মোর কবিতা ছন্দিনী ;
আমার হৃদয় কারাগারে
তুমিই সেই সে বন্দিনী ।
Writer: Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.