বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

শর্টফিল্মঃ ভাঙ্গা হৃদয়

(((  গল্পটি প্লট না বলে শুধু পঠন অংশটুকু দেয়া হয়েছে , পরবর্তীতে তা দেয়া হবে... )))
কঃ কিরে কি হয়েছে? মন খারাপ কেন?
অঃ অদিতি ব্রেকাপ চায় !
কঃ কেন?
অঃ সে নাকি সেই আগের মত আত্মছাড়া ভালবাসা খুঁজে পায় না । she is growing tired of my love and care. She consider me as a crazy man.
কঃ আর-এ সব প্রেমই তো আর সফল হয় না । এ কথা জেনেও কেন প্রেম করতে গেলি?
অঃ আবেগ নিয়ন্ত্রন করা কি এতই সহজ ? তা ছাড়া আমি তো ওকে বিয়ে করার জন্যই প্রেম করেছিলাম ।
কঃ প্রেম করে বিয়ে করার আশা করা আর নকলের মধ্যে আসল খোঁজা ছাড়া আর কিছুই না ।
*অঃ আমি মানুষ চিনি খুব দেরিতে
**কঃ টিকে থাকাটাই যেখানে কঠিন মন খারাপ করাটা সেখানে বিলাসিতা……
তাছাড়া তুই কি দেখে ওকে পছন্দ করেছিলি ?
অঃ বন্ধু চোখের দেখাই দেখা নয়, মনের দেখাই দেখা হয় ।
ভালবাসা দেখার জিনিস না অনুভব করার জিনিস ।
কঃ মায়া এমন এক জিনিস, একবার যদি লেগে যায়, তাহলেই সর্বনাশ । মায়া বাড়তেই থাকে । কাঠিয়ে উঠা যায় না ।
অঃ সবই বুঝিরে ভাই, ভোলা তো সহজ নয় প্রেম যদি খাঁটি হয় ।
কঃ দেখ ভুল করা দোষের কিছু না । ভুল কার না হয় । কিন্তু ভুলের উপর স্থির থাকাটা দোষের ।
***অঃ ওকে ছাড়া আমি  বাঁচবো না রে দোস্ত……
ক: দেখ কেউ কারো জন্য বাঁচে না । প্রত্যেকেই নিজের জন্য বাঁচে । প্রেমের জন্য জীবন দেওয়াটা কঠিন কিছু না । কঠিন হচ্ছে জীবন দেওয়ার জন্য প্রেম করার মতন কাউকে খুঁজে বের করা ।
অ: কিন্তু ওকে ছাড়া যে আমার কিছু ভালো লাগে না ……সে তো চাইলেই থেকে যেতে পারে ।
****ক: দেখ নিজের উপর অত্যাচার করে কি অন্যের উপর প্রতিশোধ নেয়া যায় ।
*****অ: ওকে, না পেলে আমি সুইসাইড করব, রে দোস্ত………
ক: আরে গাধা যে প্রেম সুইসাইডের দিকে নিয়ে যায় সেটা প্রেম না আবেগ-মোহ……
প্রকৃত প্রেম মরতে না, বাঁচতে শেখায় ।
@অ: ওকে যদি আমি বাধ্য করি ।
ক: যে যেতে চায় তাকে বেধে রাখা যায় না…
আইনস্টাইন  বলতেন - এক সমস্যার সমাধান আরেক সমস্যা দিয়ে  হয় না ।
@@অ: আমি পারব না রে ওকে ছাড়া থাকতে ।
তাছাড়া আমি তো ওকে বিয়ে করার জন্যই ভালোবেসে ছিলাম ।
ক: প্রেমিক বিয়ে করলেও দোষ
না করলেও দোষ
বিয়ে করলে বলবে তুমি আমাকে সুখি করতে পার নি আর বিয়ে না করলে বলবে
তোমায় ভালোবেসে আমি কি পেলাম ……
@@@ কিরে কষ্টটা কি কমেছে.?
অ: না; তবে কষ্ট সহ্যের মাত্রাটা বেড়ে গেছে ।
ক: তুই, ওকে ভুলে যা ।
অ: তুই প্রেম করলে বুঝতি ,এর যে কি জ্বালা ।
ক: এই জন্যই বোধ হয় লোকে বলে
অল্প প্রেম রোমান্টিক আর অধিক প্রেম মর্মান্তিক ......
অ:  আচ্ছা একটা সত্যি কথা বলতো এজন্যই কি তুই এখনো প্রেম করিস নি ।
ক: বন্ধু, পৃথিবীতে সব কিছু সবার জন্য না , কিছু কিছু কাজ কিছু কিছু মানুষের জন্য নির্দিষ্ট ।
সিনেমার নায়ক নায়িকরা তাদের প্রেমিক প্রেমিকার জন্য সব কিছু করতে পারে ।
আর বাস্তবে নায়ক নায়িকরা তাদের ফ্যামিলির জন্য সব কিছু করতে পারে ।
@@@@কক::  এই জন্যই বোধ লোকে বলে প্রেম অন্ধ আর একপেশে হয় ।
কোন যুক্তি তর্কের ধার ধারে  না এরকম বহু গল্প আছে । চরিত্র আলাদা ঘটনা সেম...
অঅ::  অদিতি একসময় তুমি বলতে, "Never let me go."
কিন্তু আজ ………
আর যখন প্রচণ্ড ভালোবাসতে ইচ্ছে করত আমাকে, তখন তুমি বলতে "আমি আমাকে তোমাকে দিয়ে দিলাম' ।
কিন্তু আজ………
হায় রে নারী …হায় রে নারী…
#অঃ অদিতি আজ আমি আমার নীরব প্রেমের নীরব সমাপ্তি ঘটাতে যাচ্ছি ।
কিছু ভালোবাসা মানুষ পায় না । আমি ভালো থাকবো কি না জানি না, তবে তুমি ভালো থেকো ।
আমি বিশ্বাস করি , একদিন পৃথিবীতে কোন দুঃখ থাকবে না...
একদিন অদিতি এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি            অনেক ভালবাসি…
## চলুক না জীবন জীবনের নিয়মে যতদিন চলতে পারে ।
আমার  বিশ্বাস একদিন সত্যি সত্যি দেখতে পাবো,    জীবন হবে মৃত্যুর চেয়েও অনেক বড় ।
!!!
বাকী কথা বাকী রইল…


Writer: Junaed Hussain Bipul

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your comment.