বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

কবিতাঃ প্রেমময়ী (LOVER)

প্রেমময়ী, তুমি উঠে এসো ;যদি প্রেম থাকে তব হৃদয়ে
আমায় তুমি ধন্য কর শুধু একবার দেখা দিয়ে ;
তোমায় আমি ভালোবাসি বলে করেছ কতনা ফন্দি ,
তবে আজ কেন তুমি আমায় ছেড়ে মাটির খাঁচায় বন্দি  ।
প্রিয়, তুমি কি পারবে আবার ফিরে আসতে
আবারও সেই আগের মতই আমায় ভালোবাসতে  ?
আমি তোমার উপযুক্ত হইনি কোন কালে
তাইতো তুমি রাগ করেছ ,  রয়েছ অন্তরালে  ;
শেষ যেদিন কথা হয়েছিল নেই কি তোমার স্মরণ
তোমায় দেখে স্তব্ধ হয়েছিল আমার দুই নয়ন,
তোমার বক্ষে চাপায়ে তুমি তোমার সকল ব্যাথা
প্রিয়, তুমি চোখ বুজেছিলে বলনি তো কোন কথা  ;
তোমার চারদিকে তখন ছিল নিদারুন নীরবতা  ;
প্রিয়, সেদিন কাঁদিনি আমি ভাসাইনি চোখ জলে
আমায় ছেড়ে যাবেই যদি তবে কেন কথা দিয়েছিলে  ?
কতদিন ধরে দেখা হয় না , কথা হয় না মন খুলে
এতদিন পরে "প্রিয়" তুমি আমারে কি  গিয়াছ ভুলে  ?
শেষ অবধি  আমি তোমার তুমিই আমার রবে
এ জীবন যেদিন শেষ হয়ে যাবে , আবারও প্রেম শুরু হবে  ।।


Writer: Junaed Hussain Bipul

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your comment.