ঘুমন্ত সূর্যটাকে চিমটি কেটে জাগিয়ে দিয়ে ভোরের মিষ্টি আলোয় জানালার পাশে বসে পদ্মফুলের ডাঁটাকে কলম বানিয়ে বেলী ফুলের সুভাষ মাখানো কালিতে তোমাকে চিঠি লিখছি । যেদিন থেকে তোমাকে দেখা শুরু করেছি সেদিন থেকেই বারংবার হৃদয়ের গভীর থেকে তোমাকে পাওয়ার ডাক শুনেছি । আর শুনেছি যত কিছুই হোক তুমি আমার । আমি নিজেকে দুমড়ে-মুচড়ে তৈরী করেছি এক নতুন আমাকে শুধুই তোমার জন্য । কখনো যদি সুযোগ পাই , তবে মনে রেখ বলে দেব -আমি আমাকে তোমাকে দিয়ে দিলাম । আর আমি বিশ্বাস করি তিন জন্মেও কেউ তোমাকে আমার সমান ভালোবাসতে পারবে না । আমি তোমাকে ভালবাসি । আর তোমাকে ভালবাসতেও ভালোবাসি । তোমার যা কিছু আছে সেগুলোকেও আমি ভালোবাসি । আমি তোমাকে ভালোবাসি একদম নিজের মত করে । আমি তোমাকে ভালোবাসতে পেরে নিজেকে ধন্য মনে করি ।
“অদিতি” মনে রেখ- আমার ভালবাসা বিশ্বাসের ছাঁকনি দিয়ে ছাঁকা আর আবেগ-মোহ থেকে অনেক উর্ধ্বে । আমি তোমাকে দিতে চাই আমার ভালোবাসার সেরা অংশটুকু ।আমি তোমার জন্য রেখেছি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা । একদম নিখাদ ভালবাসা । তুমি আমার কল্পনার রানী নও বরং বাস্তবের কল্পনা । তোমার জন্য জায়গা রেখেছি হৃদয়ের সেরা জায়গায় । এখন তোমাকে আমি আর আলাদা করে দেখি না । কেননা আমার মাঝেই যে তুমি রয়েছো । এখন তোমাকে আমি আমার মাঝেই অনুভব করি ।
"অদিতি" চলো শুরু করি এক নতুন মহাকাব্য । সৃষ্টি হোকনা আরেকটা নতুন ইতিহাস । চলো হৃদয় বদল করি । চলো দু’জন দুজনকে ভালোবেসে নিঃস্ব হয়ে যাই । চলো একসাথে দু’জন মিলে স্বপ্ন সাজাই । আগামীর দিনগুলোকে একএকটা গল্প বানাই । গল্পটা হোক শুধু তোমার আর আমার ।ইতি
স্বপ্নের মহামানব
Writer: Junaed Hussain Bipul