প্রিয় অদিতি,
আশা করি মন ভালো আছে । ইদানিং তোমার কথা একটু বেশিই মনে পড়ছে । তাই চিঠি না লিখে থাকতে পারলাম না । মনে হয় তোমার জন্য ভালোবাসাটা দিন দিন বেড়েই যাচ্ছে । তাই ভালোবাসার গাছটার রঙ্গিন ফুলগুলোকে ঝরতে না দিয়ে সেগুলোকে কথার মালা বানিয়ে তোমায় চিঠি দিলাম । মন চাইলে বরণ করে নিও ।
অদিতি, বাইরে বৃষ্টি হচ্ছে , প্রচুর বৃষ্টি , রোমান্টিক বৃষ্টি । এই বৃষ্টিতে তোমার ডান হাতটা ধরে খুব হাঁটতে ইচ্ছে করছে । কেন , তা জানি না । কোন প্রশ্ন করো না । সব প্রশ্নের উত্তর হয় না ।
ভেবেছিলাম “Out of sight , out of mind. ” ফলো করবে । কিন্তু হয় নি । যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে তুমি হৃদয়ের কাছে চলে আসছো । মনের অনুভুতিগুলো দানা বাঁধতে শুরু করেছে তোমার জন্য ।
অদিতি, আমার ভালোবাসা জমে ধীরে ধীরে পাহাড় হয়ে যাচ্ছে । ভেঙ্গে দিও না । প্রথম প্রথম মনে হত আমি মনে হয় তোমার রুপের প্রেমে পড়েছি কিন্তু ইদানিং মনে হচ্ছে তোমার রুপ না থাকলেও বোধ হয় আমি তোমার প্রেমেই পড়তাম । কেন পড়তাম তার কারন জানা নাই ।
বিশ্বাস কর আমার তোমাকে প্রয়োজন নেই । আমার তোমার ভালোবাসার প্রয়োজন । আর সেই ভালোবাসার জন্যই তোমাকে প্রয়োজন । আমি তোমাকে ভালোবাসি ।অদিতি, আমি তোমাকে ভালোবাসি তার মানে এই না যে আমি তোমার জন্য সব করতে পারি , কিন্তু আমি তোমার জন্য যা করতে পারি কেউ তোমার জন্য তা করতে পারবে না। ইদানিং কেন জানি মনে হচ্ছে তোমাকে ভালোবেসে আমার কোন দিন ক্লান্তি আসবে না । এ যেন ক্লান্তিহীন এক যাত্রার , ভালোবাসার অফুরন্ত এক সময় । তাই আমার এলোমেলো স্বপ্নগুলোকে সাজাতে তোমাকে প্রয়োজন । আমার কল্পনাকে দীর্ঘায়িত করার জন্য তোমাকেই প্রয়োজন ।
অদিতি , আমি তোমার সুন্দর মনের ভাগিদার হতে চাই । ভালোবাসে তোমার জন্য অপেক্ষা করতে চাই । তোমার করা ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করতে চাই । তাই চলো ভালোবেসে ভালোবাসার সংজ্ঞা পাল্টে দেই । চলো দু’ জন দু’জনকে অন্ধের মত বিশ্বাস করি । আর নিশ্চই সত্যি প্রেম সফল হবে । বিশ্বাস কর তুমি চাইলেই হবে । আশা করি তুমি হৃদয়ের দাবি হৃদয় দিয়েই পূরণ করবে । আশা করি ভেবে দেখবে ।
ইতি
স্বপ্নের মাহামানব
Writer: Junaed Hussain Bipul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your comment.